Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Topics - bbasujon

Pages: 1 [2] 3 4 ... 107
16
Social Network / Manage Your Facebook Personal Status
« on: April 03, 2013, 04:02:22 PM »

17



অবশেষে বন্ধ হয়ে গেল বিশ্বের প্রথম পেটাফ্লপ গতির সুপার কম্পিউটার। ‘রোডরানার’ নামের এ সুপার কম্পিউটার তৈরি করেছিল বিশ্বখ্যাত কম্পিউটার নির্মাণপ্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন (আইবিএম)। ২০০৮ সালে এ সুপার কম্পিউটার তৈরির কাজ শুরু হয় এবং কাজ শেষ হয় ২০০৯ সালে। রোডরানারই ছিল প্রথম সুপার কম্পিউটার, যেটি পেটাফ্লপ গতিতে কাজ করতে পারত।
মেট্রিক পদ্ধতিতে শতকোটিকে বলা হয় এক বিলিয়ন। এক হাজার বিলিয়নকে বলা হয় এক ট্রিলিয়ন এবং এক হাজার ট্রিলিয়নকে বলা হয় এক পেটা। প্রায় ১২ কোটি পাঁচ লাখ ডলারে তৈরি সুপার কম্পিউটারটি স্থাপন করা হয় নিউ মেক্সিকোর লস অ্যালামোস ন্যাশনাল ল্যাবরেটরিতে। পাঁচ বছর পর এটি বন্ধের ঘোষণা দেওয়া হলো।
এ সুপার কম্পিউটারের মাধ্যমে মহামারির ভাইরাস থেকে শুরু করে দূরের মহাকাশ, পারমাণবিক গবেষণা ইত্যাদির কাজ করা হয়েছে। রোডরানার বন্ধ ঘোষণার ব্যাপারে লস অ্যালামোস ন্যাশনাল ল্যাবরেটরি হাই পারফরম্যান্স কম্পিউটিং বিভাগের গ্রে গ্রিডার বলেন, ‘রোডরানার আমাদের শিখিয়েছে, কীভাবে একটি সুপার কম্পিউটার তৈরি করে ব্যবহার করতে হয়। বন্ধ হলেও আমরা এখনো চেষ্টা করে যাচ্ছি রোডরানার থেকে আরও কিছু শিখতে।’
বিশেষভাবে প্রায় ১২ হাজার প্রসেসর দিয়ে তৈরি হয়েছিল রোডরানার। এটি তৈরিতে ব্যবহার করা হয়েছিল আইবিএম পাওয়ার এক্সেল ৮ আই প্রসেসর এবং ৫৪৮০ এমডি অপ্টেরন এএমডি ডুয়াল কোর প্রসেসর। মূল প্রসেসরগুলো তৈরি করা হয়েছিল প্লে স্টেশন থ্রি গেমিং কনসোলের জন্য। এ ছাড়া এ সুপার কম্পিউটার তৈরিতে ব্যবহূত হয়েছে ৯২ কিলোমিটার দৈর্ঘ্যের সমান ফাইবার অপটিক কেব্ল ও রেফ্রিজারেটরের সমান আকৃতির ২৮৮টি কেসিং।
—বিবিসি অবলম্বনে কাজী আলম

18
Keyboard / What is Keyboard?
« on: March 29, 2013, 10:16:53 PM »
One of the primary input devices used with a computer, the keyboard looks very similar to the keyboards of electric typewriters, with some additional keys. Keyboards allow a computer user to input letters, numbers, and other symbols into a computer and is what allows you to write e-mail and is what you used to visit this web page. Below is an example of the Saitek Gamers' keyboard with indicators pointing to each of the major portions of the keyboard.

19
Mouse / What is mouse?
« on: March 29, 2013, 10:15:33 PM »
A hardware input device that was invented by Douglas Engelbart in 1963 while working at Xerox PARC, who at the time was working at the Stanford Research Institute, which was a think tank sponsored by Stanford University. The mouse allows an individual to control a pointer in a graphical user interface (GUI). Utilizing a mouse a user has the ability to perform various functions such as opening a program or file and does not require the user to memorize commands, like those used in a text-based command line environment such as MS-DOS. In the picture to the right, is a picture of a Microsoft IntelliMouse and is an example of what a computer mouse may look like.

The Mouse was originally referred to as an X-Y Position Indicator for a Display System. Xerox later applied the mouse to its revolutionary Alto computer system in 1973. However, because of Alto's unfortunate success, it was first widely used in the Apple Lisa computer. Today, a pointing device is found on virtually every computer.

20
Speakers / What is Speaker
« on: March 29, 2013, 10:14:28 PM »
When computers were originally released they had on-board speakers that generated a series of different tones and beeps. As multimedia and games became popular, higher quality computers speakers began to be released that required additional power. Because computer sound cards are not powerful enough to power a nice set of speakers today's speakers are self-powered, relatively small in size, and contain magnetic shielding.

Speakers are rated in Frequency response, Total Harmonic Distortion, and Watts. The Frequency response is the rate of measurement of the highs and lows of the sounds the speaker produces, Total Harmonic Distortion (THD) is the amount of distortion created by amplifying the signal, and the Watts is the amount of amplification available for the speakers.

21
Headphones / What is Headphones
« on: March 29, 2013, 10:11:12 PM »
Sometimes referred to as earphones, headphones are a hardware device that either plugs into your computer (line out) or your speakers and allow you to privately listen to audio without disturbing anyone else. In the picture to the right, is a visual example of a USB headset from Logitech with a microphone. A popular solution for computer gaming.

22
Web Cameras / What is Webcam
« on: March 29, 2013, 10:09:55 PM »
A webcam is a hardware camera connected to a computer that allows anyone connected to the Internet to view either still pictures or motion video of a user or other object. In the picture to the right, is a Logitech QuickCam Express and an example of what a webcam may look like. Today, most webcams are either embedded into the display with laptop computers or connected to the USB or Firewire port on the computer.

23
Projectors / What is Projector?
« on: March 29, 2013, 10:08:20 PM »
An output device that can take the display of a computer screen and project a large version of it onto a flat surface. Projectors are often used in meetings and presentations to help make sure everyone in the room can view the presentation. In the picture to the right, is a ViewSonic projector and an example of what a projector may look like. Projectors used with computers are small devices that are rarely much larger than a toaster and typically weigh a few pounds.

24


Price : 3,600


Businesslink Computers Ltd.
BS Bhaban (2nd Floor), 75 Science Laboratory Road, Dhaka-1205.
ElephantRoad, Dhaka, Bangladesh
: Md. Shohel Chowdhury
Tel : 02-9673979-80, 01711818783, 01730731006
Email : [email protected]

25
অনেক সময় মেইল পাঠানোর পড় মনে হয়, মেইলটা সঠিক জায়গায় যায় নাই। তবে আপনি ইচ্ছা করলে নিচের পদ্ধতিটি করতে পারেন। মেইল পাঠানোর পর ও ফিরিয়ে আনতে পারবেন।



ছবি দেখতে প্রবলেম হলে: ctrl + your mouse scroll bar up & down

26
অনেক সময় ভাইরাসের জন্য আমাদের পিসির ড্রাইভগুলো ওপেন হয় না । ওপেন করতে গেলেই দেখায় open with । এটা আসলেই একটা বিরক্তিকর অবস্থা । এটা হয় সাধারণত autorun ভাইরাসের জন্য । তাই আমাদের পিসির c,d,f বা এই জাতীয় ড্রাইভগুলো যখনই ওপেন করতে চাই আমরা ব্যর্থ হয়ে থাকি । তাই আজকে দেখব কিভাবে এটার একদম সহজ সমাধান করতে পারবেন ।
নিচে সহজ সমাধানগুলো দেয়া হল :
ক ) Run এ গিয়ে টাইপ করুন cmd ( দেখবেন কমান্ড প্রমোট ওপেন হয়েছে ) ।
খ ) এবার টাইপ করুন cd\ তার পরে ইন্টার চাপুন । ( কোটেশন দিবেন না ) ।
গ ) এবার আপনার ভাইরাস আক্রান্ত ড্রাইভ এর নাম দিন , যদি সি ড্রাইভ হয় তাহলে C: লিখে ইন্টার দিন ।
ঘ ) এবার টাইপ করুন attrib -r -h -s autorun.inf.
ঙ ) এবার টাইপ করুন del autorun.inf.
ব্যস আপনার কাজ শেষ । আপনি এখন নিচিন্তে আপনার সব ড্রাইভগুলো ওপেন করুন ।

27
আমরা যারা বাংলা কম্পিউটিং করতে আগ্রহী তাদের কাছে ফ্রন্ট মুল বিষয় ।বাংলায় অনেক ফ্রন্ট বিনামূল্যে পাওয়া যায় তবে তা কি নিজের মতো কিংবা নিজে হাতের লেখার মতো হবে ? আমার মতো দেখতে যেমন কেউ নাই পৃথিবীতে তেমনি আমার হাতের লেখাও কারো সাথে মিলবে না ।যদি এমন হয় আমার হাতের লেখা অক্ষর গুলো কীবোর্ডের মাধ্যমে লেখা যায় তো মন্দ হতোনা।ফ্রন্ট তৈরী করার সফট টি আপনাকে সে সুযোগ করে দিবে ।http://www.ziddu.com/download/11008146/FontCreatorProv6.0build106GiovanniMoretti.rar.html কিলি্ক করে সফটি নামানো যাবে।আপনাকে প্রথমে কীবোর্ড লে-আউট তৈরী করতে হবে তারপর আপনার অক্ষর গুলো ডিজাইন করে সফটে ইনপুট করুন এবং মার্জিত ভাবে আপনার ডিজাইন করা অক্ষর গুলো আপনার কীবো্র্ড এর লে-আউট অনুসারে বসান আর যদি ইচ্ছে করেন আপনার হাতের লেখাগুলো scanner সাহায্য scan করে ইনপুট করতে পারেন কিংবা বিভিন্ন ছবি তৈরী করা সফট ও ব্যবহার করে আপনার অক্ষর গুলো ডিজাইন করতে পারেন।আপনার তৈরী ফ্রণ্ট বাংলা অক্ষর গুলো কে আরো সহজ ও সুন্দর করবে ।সফটটি কী জন্য এখানে কিল্কি করুন।

28
অনেক সময় কাজ করতে করতে পার্সোনাল কম্পিউটার (পিসি) আচমকা রিস্টার্ট (বন্ধ হয়ে পুনরায় চালু হওয়া) হয়ে যায়। এতে অনেকেই ঘাবড়ে যান। কিছু বিষয় খেয়াল করলেই রিস্টার্টের কারণ বুঝতে পারবেন। যেমন—
* যদি উইন্ডোজ চালুর পর বারবার রিস্টার্ট হতে থাকে তবে প্রসেসরের কুলিং ফ্যান ঠিকমতো ঘুরছে কি না দেখুন। কুলিং ফ্যান ঘুরতে সমস্যা হলে সিপিইউ পর্যাপ্ত তাপ বের করে দিতে পারে না, ফলে অনেক সময় পিসি রিস্টার্ট হয়। ফ্যানটিতে ময়লা জমেছে কি না সেটাও খেয়াল করুন।
*RAM সমস্যার কারণে এটি হতে পারে।
* ভাইরাসের কারণেও অনেক সময় পিসি আচমকা রিস্টার্ট হয়। এই আশঙ্কা এড়াতে কম্পিউটার নিয়মিত হালনাগাদ অ্যান্টিভাইরাস সফটওয়্যার দিয়ে পরীক্ষা (স্ক্যান) করুন।
* উইন্ডোজের সিস্টেম ফাইলে ত্রুটি দেখা দিলে এই সমস্যা হতে পারে। এ রকম হলে নতুন করে উইন্ডোজ সেটআপ দিতে হবে।
* পিসিতে নতুন কোনো যন্ত্রাংশ যোগ করার কারণেও এ সমস্যা হতে হতে পারে। এ রকম মনে হলে যন্ত্রাংশটি ওই ড্রাইভার আনইনস্টল করতে হবে।
* বিদ্যুতের ভোল্টেজ ওঠানামার কারণে টা হতে পারে।
* সিপিইউর যন্ত্রাংশে প্রচুর ধুলাবালি জমার কারণেও অনেক সময় এ সমস্যা হতে পারে।

29
Computer Tips & Tricks / How to disable restrict USB/Flash Drive
« on: March 25, 2013, 07:43:26 AM »
Click Start, and then click RunType regedit, then click OK. (Or simply open registry)

Navigate to the following registry key:  HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\UsbStor
In the right pane, double-click Start.
In the Value data box, change its value to 4, which was 3 and then click OK.

basujon.wordpress.com/

30
Computer Tips & Tricks / Increase your PC performance
« on: March 25, 2013, 07:42:27 AM »
ডিস্ক ডিফ্রাগমেন্ট করুন নিয়মিত
পিসিতে প্রচুর পরিমাণে ফাইল থাকে, যা কাজের কারণে পিসিকে প্রচুর পরিমাণ ফাইল প্রসেস করতে হয়। প্রসেসের মাঝে ফাইলগুলো অনেক ভাগে বিভক্ত হয়ে যায়। এর ভগ্নাংশ ফাইলগুলো অগোছালো হয়ে যায়। এই অগোছালো ফাইলগুলো পিসির গতি রোধ করে দেয়। ভগ্নাংশ ফাইলগুলো খুঁজে বের করার জন্য আবার জোড়া লাগিয়ে দেয়ার জন্য উইন্ডোজে আছে উইন্ডোজ ডিস্ক ডিফ্রাগমেন্টার। আপনার উইন্ডোজে উইন্ডোজ ডিস্ক ডিফ্রাগমেন্টার খুঁজে পাওয়ার জন্য যান start>All Program>Accessories>System Tools এই প্যাথে।
উইন্ডোজ ডিস্ক ডিফ্রাগমেন্টার থাকার পরও ডিস্ক ডিফ্রাগমেন্টার হিসেবে Defraggler নামক সফটওয়্যারটি ব্যবহার করা ভালো। Defraggler ডাউনলোড করার জন্য এই লিঙ্কে যান : http://www.filehippo.com/download_defraggler
আপনি কখন কখন পিসি ডিফ্রাগমেন্ট করবেন?
—যখন আপনি অনেক বড় কোনো ফাইল সেইভ করেন আপনার পিসিতে।
—ডিস্কে ১৫ শতাংশের বেশি ফ্রি স্পেস থাকবে।
—যখন কোনো সফটওয়্যারের নতুন ভারসন ইন্সটল করবেন অথবা নতুন উইন্ডোজ ইন্সটল করবেন।

Pages: 1 [2] 3 4 ... 107