11
New Technology / এই ঘড়ি শুধু সময়ই বলে দেবে না
« Last post by sabuj on November 05, 2020, 12:34:31 PM »এই ঘড়ি শুধু সময়ই বলে দেবে না
এই ঘড়ি শুধু সময়ই বলে দেবে না, রয়েছে বিস্ময়কর সব সুবিধা। এটি অ্যালার্ম ক্লক হিসেবে ব্যবহার হবে, রয়েছে থ্রি বিল্ট-ইন ইউভি-সি ল্যাম্প, যেটি আপনার ফোনকে জীবাণুমুক্ত করবে। ৯৯.৯ শতাংশ ব্যাকটেরিয়া, ভাইরাস ও জীবাণু ধ্বংস করবে ১০ মিনিটে। আছে একটি ওয়্যারলেস চার্জার। জীবাণুনাশক ঘড়িটির দাম ধরা হয়েছে ৭৯.৯৯ ডলার।
Source: https://www.kalerkantho.com/print-edition/tech-everyday/2020/11/05/972584