Author Topic: My documents কে সরিয়ে ফেলুন C ড্রাইভ থেকে অন্য কোন ড্রা&#  (Read 7090 times)

bbasujon

  • Administrator
  • VIP Member
  • *****
  • Posts: 1826
  • I want to show my performance at any where
    • View Profile
    • Higher Education
ছোট্ট একটি ট্রিক্সের মাধ্যমে “My documents” কে সরিয়ে ফেলুন C ড্রাইভ থেকে অন্য কোন ড্রাইভ এ
আমাদের পিসিতে My documents একটি মহাগুরুত্বপুর্ন ফোল্ডার।M.S office এর সকল ফাইল বাই ডিফল্ট ভাবে My documents এ সেভ হয়।এছাড়া বিভিন্য গেম এবং সফটওয়্যার এর প্রোফাইল My documents এ তৈরি হয়।আমরা যে সব ডাউনলোড করি, সেগুলোও বাই ডিফল্ট ভাবে My documents এ সেভ হয়।আর এই My documents এর অবস্থান বাই ডিফল্ট ভাবে c ড্রাইভ এ।সুতরাং উইন্ডোজ সেটআপ মারলে সব শেষ।সবচে বেশি কস্ট লাগে গেম গুলার জন্য,এত কস্ট করে প্রোফাইল তৈরি করি,সব শেষ হয়ে যায়।অনেকে আবার অনেক সময় My documents এর ব্যাকআপ রেখে দেয় কিন্তু মাঝে মাঝে এক্সপি এর অজানা অনাকাংখিত সমস্যার কারনে অনাকাংখিত ভাবে এক্সপি সেট আপ দিতে হয়, পানি খাওয়ার থুক্কু ব্যাকআপ রাখার টাইম পর্যন্ত দেয় না।এর সবচে বড় ভুক্তভুগী হলাম আমি,হয়তো অনেকেই আছেন।কিছু দিন আগে এক বড় ভাই এর কাছে এ সমস্যার সমাধান পেলাম,খুব সহজ এবং সিম্পল সমাধান,তাই অনেকেই হয়ত জেনে থাকবেন।যাই হোক আগে মেইন থিমটা বলি তারপর যাই সচিত্র বর্ননায়।আমরা যদি My documents এর অবস্থান c ড্রাইভ এর বদলে অন্য কোন ড্রাইভ এ সেট করে দেই,তাহলে এক্সপি সেটআপ দিলেও My documents থাকবে অক্ষত,আর কিছুই হারাবে না My documents থেকে।চলুন দেখি………………

১.প্রথমে সি ড্রাইভ বাদে অন্য কোন ড্রাইভ এ My documents নামে একটি ফোল্ডার খুলুন।

২. এবার ডেক্সটপ এ My documents এর properties এ ক্লিক করুন।

৩. Move ক্লিক করুন।

৪. টার্গেট হিসাবে অন্য ড্রাইভে আপনার তৈরিকৃত My documents ফোল্ডার টি দেখিয়ে দিন এবং OK করুন।

৫. Apply করে OK করুন। দেখবেন আপনার My documents, আপনার কাংখিত ফোল্ডার এ মুভ হয়ে চলে গিয়েছে। সুতরাং আর নয় ব্যাকআপ এর ঝামেলা।
Acquire the knowledge and share the knowledge so that knowing,learning then sharing - all are the collection