এসপিরিন অতি পরিচিত ও সমাদৃত একটি ওষুধ। শত বছর আগে আবিস্কৃত এ ওষুধটি মাথাব্যথা থেকে শুরু করে হার্টের সমস্যা সব ক্ষেত্রেই ব্যবহার সর্বজনবিদিত। কিন্তু শিশুদের বেলায় এই এসপিরিন ব্যবাহর ঝুঁকিপূর্ণ বলে এতদিন শিশুদের ক্ষেত্রে এসপিরিন ব্যবহার করা হতো না। কিন্তু সাম্প্রতিকালে অস্ট্রেলিয়ার কমিটি অন সেফটি অব মেডিসিন (সিএসএম) এসপিরিন ব্যবহারের বিষয়ে আরো বেশি সতর্কতা অবলম্বনের কথা উল্লেখ করে ১৬ বছরের কম বসয়ীদের ক্ষেত্রে এসপিরিন নিষিদ্ধ করার সুপরিশ করেছে। যদিও ১৩-১৫ বছর বয়সীদের ক্ষেত্রে এসপিরিন ততটা ঝুঁকিপূর্ণ না হলেও শিশুদের বেলায় এসপিরিনের অন্যতম পার্শ্বপ্রতিক্রিয়া রেইস সিনডোমের কথা বিবেচনায় এনে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
০ ডা. কাজী মাহবুবা আক্তার
সূত্র: দৈনিক ইত্তেফাক, আগস্ট ০১, ২০০৯