Author Topic: আইফোন সমগ্র [পর্ব -৪] আইফোনের জেইলব্রেক করার  (Read 8156 times)

bbasujon

  • Administrator
  • VIP Member
  • *****
  • Posts: 1826
  • I want to show my performance at any where
    • View Profile
    • Higher Education
----সাবধান ------

এই টিউটোরিয়াল অনুসরণ করাতে যদি আপনার আইফোনের কোন সমস্যা হয় তাহলে আমি কোনভাবেই দায়ী থাকব না।

তাই যা করবেন, নিজের ঝুকিতে করবেন।

তবে প্রতিটি স্টেপ মনোযোগ এবং ঠিকঠাকমত সম্পন্ন করলে কোন সমস্যা না হওয়ার সম্ভবনাই বেশি।
আসুন শুরু করা যাক-

নিচের প্রতিটি পদক্ষেপ মনোযোগ সহকারে অনুসরণ করুন।।।

১। এখানে ক্লিক করে " রেডস্নো " সফট্ওয়ারটি এবং iOS 4.2.1 ভার্সনটি নিচের লিংকগুলি থেকে ডাউনলোড করুন।

     4.2.1 (3G)
      4.2.1 (3GS)
     4.2.1 (iPhone 4)

আইফোনের ফ্রেমওয়ার ভার্সনের ফাইলটি ডাউনলোড করার সময় (Firefox হলে) নিচের মত একটি উইনডো আসবে। সেখানে "Save File" এ ক্লিক করে Ok করুন।

http://s.techtunes.com.bd/tDrive/tuner/saifulmd_0/57367/JailBreak-iPhone-Techtunes-1.jpg

RedSnow ফাইলটিকে ডাউনলোড করার পর যেকোন একটি ফোল্ডারে extract করুন।

২। যদি আপনার আইফোনে আগে থেকেই ৪.২.১ ভার্সনটি ইন্সটল করা থাকে তাহলে আপনি এই স্টেপটি বাদ দিতে পারেন। আর যদি না থাকে তাহলে এই পদক্ষেপ সহ নিজের পদক্ষেপগুলি অনুসরণ করুন।

আপনার কম্পিউটার থেকে iTunes টি চালু করুন। আইফোনটিকে কম্পিউটারের সাথে কানেক্ট করুন। যদি কোন মেসেজ দেয় তাহলে ইগনোর করুন।



এরপর আপনার আইফোনটিকে সিলেক্ট করুন। এবার Shift কি চেপে ধরে Restore এ ক্লিক করুন। এর ফলে আপনাকে ম্যানুয়ালি আইফোনের ফ্রেমওয়ার ভার্সনের ফাইলটিকে সিলেক্ট করতে দেবে। এখন যে জায়গায় ফ্রেমওয়ার ভার্সনটি আছে সেখানে ফাইলটিকে দেখিয়ে দিয়ে  Choose বাটনে ক্লিক করুন। এখন আপনার আইফোনটি আপডেট হওয়া শুরু হবে।

আপডেট হতে কয়েক মিনিট সময় নিতে পারে।

যদি ঠিকঠাকমত আইফোনটি রিষ্টোর হয় তাহলে পরবর্তি পদক্ষেপে চোখ রাখতে পারেন।

৩। redSnow.exe ফাইলটিকে খুলুন। সফট্ওয়ারটি চালু হওয়ার পর আপনাকে ফ্রেমওয়ার ভার্সনটির ফাইলটিকে সিলেক্ট করতে বলবে, যেটি আপনি অনেক আগেই ডাউনলোড করে রেখেছেন।

Browse বাটনে ক্লিক করুন তারপর ফাইলটিকে সিলেক্ট করুন।


৪। এখন আরও একটি মেসেজ দিবে। যদি আপনার আইফোনের ভার্সন ৪.২.১ হয় তাহলে "Yes" ক্লিক করুন, আর না হলে "No" বাটনে ক্লিক করুন।


৫। এখন আপনার আইফোনটির ফ্রেমওয়ার ভার্সনটিকে ভ্যারিফাই করবে। ভ্যারিফিকেশন সফল হলে  Next বাটনে ক্লিক করতে হবে।



৬। এখন RedSnow আপনার আইফোনটির জেইলব্রেক করার জন্য প্রস্তুতি নিবে।



৭। কিছুক্ষণ পর আপনাকে বিভিন্ন অপশন দিবে। আপনি ইচ্ছা করলে বুটিং লগো পরিবর্তন করতে পারেন। মনে রাখবেন অবশ্যই যেন "Install Cydia" অপশনটি সিলেক্ট করা থাকে। তারপর Next এ ক্লিক করুন।



৮। এবার আরেকটি কনফারেশন মেসেজ দিবে। "whether you want to upgrade your iPhone baseband to iPad baseband 06.15.

যদি আপনি "No" তে ক্লিক করেন তাহলে আপনি আপনার আইফোনটিকে আনলক করতে পারবেন না।   "Yes" বাটনে ক্লিক করুন তাহলে জেইলব্রেকিং শুরু হবে। "Yes" বাটনে ক্লিক করলে iPad Baseband নামের অপশনটি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে।




৯। আইফোনটিকে কম্পিউটারের সাথে কানেক্ট করে বন্ধ করুন। এরপর Next বাটনে  ক্লিক করুন।



১০। এখন আপনাকের আপনার আইফোনটিকে DFU মুডে নিতে বলবে। DFU মুডে নেওয়ার জন্য আমার আগের টিউনটির ৬ নম্বর স্টেপ থেকে ৯ নম্বর স্টেপগুলি দেখুন।

১১। যখনি আইফোনটি DFU মুডে চলে আসবে তখন  RedSnow অটোমেটিক আপনার আইফোনে iPad baseband ডাউনলোড করবে। যা পরবর্তিতে আপনার আইফোন আনলক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়। এই স্টেপটি সম্পন্ন হলে আইফোনটি অটোমেটিক রিষ্টাট হবে।

১২। আইফোনটির জেইলব্রেক শেষ না হওয়া পর্যন্ত কিছুক্ষণ বসে রেস্ট নিন। জেইলব্রেক শেষ হয়ে গেলে আবার আইফোনটি রিষ্টাট নিবে।



এখন আপনি আপনার হোমস্কিনে Cydia নামক এ্যাপ্লিকেশনটি দেখতে পাবেন।

জেইলব্রেক কমপ্লিট... :D


Acquire the knowledge and share the knowledge so that knowing,learning then sharing - all are the collection