Author Topic: লিনাক্স মিন্ট এর জন্য কতিপয় প্রয়োজনীয়   (Read 9073 times)

bbasujon

  • Administrator
  • VIP Member
  • *****
  • Posts: 1826
  • I want to show my performance at any where
    • View Profile
    • Higher Education
লিনাক্স মিন্ট এর  জন্য কতিপয় প্রয়োজনীয় সফটওয়্যার ও তার ইন্সটলেশন (লিনাক্স মিন্ট ১০ “জুলিয়া” এ পরীক্ষিত।)
১।মোবাইল ভিডিও/অডিও কনভার্টারঃ অনেকেই এইরকম সফটওয়্যার খোজেন।বিশেষ করে যারা নতুন। আমিও এই সমস্যায় পরেছিলাম। তো যাই হোক আমি বর্তমানে মোবাইল ভিডীও/অডিও কনভার্টিং এর জন্য ২ টা সফটওয়্যার ব্যাবহার করি।

ক) মোবাইল মিডিয়া কনভার্টারঃ ইন্সটল করার জন্য গুগল এ mobile media converter লিখে সার্চ দিন। আশা করি একটা ডেব ফাইল পাবেন। ইন্সটল করে নিন।

খ) ট্রান্সমাজেডনঃ এটা আসলে একটা ভিডিও কোডার। চাইলে পিসির ফাইল এক ফরম্যাট থেকে আরেক ফরম্যাট এ নিতে পারেন।ইন্সটল করার জন্য টার্মিনালে লিখুনঃ sudo apt-get install transmageddon অথবা সাইনাপ্টিকে transmageddon লিখে সার্চ দিয়ে ইন্সটল করুন।

২। সিডি/ডিভিডি/ ভিডীও বার্নারঃ ব্রাসেরো ব্যাবহার করে দুই তিন বার ডস খাইছি । ব্রাসেরো(মিন্ট এর বিল্ট ইন বার্নার সফট) আমার মতামত অনুযায়ী ভাল না । যাই হোক আমি বার্নিং এর জন্য ২টা সফট ব্যাবহার করি।

ক) k3b (ডাটা বার্নিং এর জন্য): nero র কাছাকাছি একটা সফটওয়্যার । ইন্সটল করার জন্য সাইনাপ্টিকে গিয়ে k3b লিখে সার্চ দিন ।আশা করি পেয়ে যাবেন। খ)mandvd: ডিভিডী ভিডিও বার্নিং এর জন্য সফটওয়ার।ইন্সটল করার জন্য টার্মিনালে লিখুনঃ sudo apt-get install mandvd অথবা সাইনাপ্টিকে mandvd লিখে সার্চ দিন।আশা করি পেয়ে যাবেন।

৩।সিডি/ডিভিডি অথবা ভিডীও কাটারঃ avidmux বা kino চালাতে পারেন। ইন্সটল করার জন্য টার্মিনালে লিখুনঃ

ক)avidmux:  sudo apt-get install avidmux

খ) kino: sudo apt-get install kino

৪। ওয়েবক্যাম ক্যাপচারিং সফটওয়ারঃ আমি এর জন্য ক্যানারোমা ওয়েবক্যাম ভিউয়ার ব্যাবহার করি ।ইন্সটল করার জন্য টার্মিনালে লিখুনঃ sudo apt-get install camorama

এছারাও ওয়েবক্যাম ভিডিও ক্যাপচারিং সফটওয়্যার পেলাম।ইন্সটল করতে সাইনাপ্টিকে গিয়ে cheese লিখে সার্চ দিন। আশা করি পেয়ে যাবেন।

৫।মিডীয়া প্লেয়ারঃ ভিএলসি(vlc) এবং বানশি (banshee) ব্যাবহার করতে পারেন । সাইনাপ্টিকে পেয়ে যাবেন।

৬।এলবাম ট্যাগিং  সফটওয়্যারঃ easytag ব্যাবহার করতে পারেন। ইন্সটল করার জন্য টার্মিনালে লিখুনঃ sudo apt-get install easytag।kid3 ও ব্যাবহার করতে পারেন

৭। ডিভিডী মাউন্টারঃ ফিউরিয়াস আইএস ও অথবা এসেন্ট আই এস ও ব্যাবহার করতে পারেন ।

৮।পিসি সুইটঃ বাবর ভাইয়ের সুবাদে জানতে পারলাম wammu লিখে সাইনাপ্টিকে সার্চ দিন।

৯। ভিডীও এডিটরঃ ওপেন মুভি এডীটর ব্যাবহার করতে পারেনঃ sudo apt-get install openmovieeditor

১০। Inkscape : ইলাশট্রেটরের বিকল্প । সাইনাপ্টিকে পাবেন ।
laja ca ত্রিনিত্রির রাশিমালা
Acquire the knowledge and share the knowledge so that knowing,learning then sharing - all are the collection