Author Topic: নতুন ইউজারদের জন্য Best Linux ! ২  (Read 8970 times)

bbasujon

  • Administrator
  • VIP Member
  • *****
  • Posts: 1826
  • I want to show my performance at any where
    • View Profile
    • Higher Education
কম্পিউটার ব্যবহারকারীদের মধ্যে যারা উইন্ডোজের বিকল্প হিসেবে লিনাক্স ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য প্রথম পদক্ষেপ হিসেবে লিনাক্সের এই ভার্সন টি একটি চমৎকার সমাধান হতে পারে, বিশেষ করে যাদের আনলিমিটেড হাই স্পীড ইন্টারনেট নেই তারাও এটি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। এই লিনাক্সটির সাইজ মাত্র ১২৯ মেগাবাইট। যদিও এটি সাইজের দিক থেকে ছোট, তা সত্ত্বেও এতে সব ধরনের অডিও, ভিডিও প্লেয়ার ও কোডেক দেয়া আছে। আর এ কারনে আপনি যদি প্রথবার লিনাক্স চালু করেই আপনার সংগ্রহের অডিও, ভিডিও ফাইল অথবা সিডি, ডিভিডি চালিয়ে দেখে নিতে চান তাতে কোন সমস্যা হবেনা। আর আপনাদের অপেক্ষায় রাখব না, আমার আজকের নিয়ে আসা লিনাক্স টির নাম হচ্ছে “Puppy Linux”। এটি আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। Puppy Linux ডাউনলোড লিঙ্ক । ডাউনলোড করে সিডিতে রাইট করে অথবা পেন ড্রাইভ এ বুটএবল করে নিতে হবে। এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি এটি ইন্সটল না করে Live মোডে চালিয়েই পরখ করে দেখে নিতে পারবেন। এটি আপনার পছন্দ হলে হার্ড ড্রাইভে ইন্সটল করেও চালাতে পারবেন।

Puppy Linux এর স্ক্রিনশট।

http://puppylinux.org/main/images/lucid-puppy-528-desktop.jpg

Puppy Linux এর উল্লেখযোগ্য আরো যেসব সুবিধা রয়েছে তা হল, একটি ওয়ার্ড ডকুমেন্ট প্রোসেসিং সফটওয়্যার (এডঅন এর মাধ্যমে MS Office এর বিকল্প, ওপেন অফিসও ব্যবহার করা যাবে), ইমেজ ভিউইং এবং এডিটিং সফটওয়্যার, ইন্টারনেট ব্রাউজার সহ আরও কিছু প্রয়োজনীয় প্রোগ্রাম, বিভন্ন ধরনের ইউটিলিটি সফটওয়্যার এবং লিনাক্স এর শক্তিশালী ডিস্ক পার্টিশনিং টুলস জি-পার্টেড। Puppy Linux আপনার নতুন পিসি বা ল্যাপটপে তো বটেই, আপনি এটি আপনার পুরনো পি-৩ পিসি যাতে নুন্যতম ১২৮ মেগাবাইট Ram রয়েছে তাতেও আপনি এটি ব্যবহার করতে পারবেন। তাহলে আর দেরী না করে Puppy Linux ডাউনলোড করে নিন আর হয়ে যান “লিনাক্স ইউজার”।
বাংলা ভাষায় লিনাক্স সম্পর্কে বিস্তারিত জানা এবং লিনাক্স সম্পর্কে যে কোন সাহায্য ও পরামর্শের জন্য নিচের ওয়েবসাইটগুলো ঘুরে আসতে পারেন।

http://www.linuxmint-bd.org/

http://www.fossbd.org
Acquire the knowledge and share the knowledge so that knowing,learning then sharing - all are the collection