Author Topic: লিনাক্সে এ বাংলালায়ন ওয়াইম্যাক্স ইউএসবি ÷  (Read 7326 times)

bbasujon

  • Administrator
  • VIP Member
  • *****
  • Posts: 1826
  • I want to show my performance at any where
    • View Profile
    • Higher Education
আজকেই লিনাক্স ২.৬.৩৮ কার্নেলে সরাসরি ইন্সটল করে বাংলালায়ন ওয়াইম্যাক্স মডেম চালানোর জন্য নতুন একটা ডেবিয়ান প্যাক রিলিজ করেছিলাম। এর মাঝেই বেশ কিছু জিনিস জানতে পেরেছি, তাই প্যাকেজটা আপডেট করে দিলাম। নতুন ডেব প্যাক পেতে নিচের আইকনে ক্লিকান।

ইন্সটল করা খুবই সহজ। ডাবল ক্লিক করুন অথবা রাইট ক্লিক করে "Open with GDebi Package Installer" দিন।উবুন্টু-তে "The package is of bad quality" এরর দেখাতে পারে। সেগুলা ইগনোর করে যান। ইন্সটল হয়ে গেলে মেইন মেনুতে দেখবেন Others ক্যাটাগরিতে বেশ কয়েকটি লঞ্চার এসেছে।



এতগুলো লঞ্চার দেখে ভয় পাওয়ার কিছু নেই। প্রতিটা লঞ্চার বানানো হয়েছে সুবিধার জন্য যেন টার্মিনালে লেখালেখি ছাড়াই কানেক্ট করা যায়। সবার আগে Setup Connection এ ক্লিক করেন। এবার  একে একে আপনার বাংলালায়ন ইউজারনেম, পাসওয়ার্ড আর মডেমের ম্যাক অ্যাড্রেস দিন। সব বসানো হলে স্ক্রিপ্টটি নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। এবার পিসি রিস্টার্ট দিন।

মডেম ইউএসবি পোর্টে লাগান। লিনাক্সে মডেম ডিটেক্ট করেছে কিনা জানতে লিখুন

sudo ifconfig -a

তারপর নিচের ছবির মত দেখবেন eth1 (একাধিক ল্যান কার্ড থাকলে বা না থাকলে eth2 বা eth0 ও হতে পারে) এ আপনার মডেমের ম্যাক দিয়ে নতুন একটা নেটওয়ার্ক ইন্টারফেস পাওয়া গেছে।


এবার মডেম ইন্টারনেটে কানেক্ট করতে ইনিশিয়ালাইজ করতে হবে। Initialize Modem আইকনে ক্লিকান, দরকার হলে পাসওয়ার্ড দিন।
এবার Connection Console এ যান। টার্মিনাল খুলে নিচের ছবির মত কয়েকটা বেজ আইডি এবং সাথে সিএনআইআর, নয়েজ ইত্যাদি দেখাবে।



যেটায় সিএনআইআর বেশী সেটা যদি ক্রমে 1 এ থাকে তাহলে কানেক্ট করতে লিখুন

connect 1

ব্যাস! কানেক্ট হয়ে যাবে।

এবার চলুন প্রতিবার পিসি চালু করার পর কানেক্ট আর ডিসকানেক্ট করার কাজটা আরেকটু সহজ করে নিই। তার আগে জানতে হবে আপনি যে এলাকায় আছেন সেখানে কোন ফ্রিকোয়েন্সিতে কানেক্টিভিটি সবচেয়ে ভালো। অর্থাৎ বাংলালায়ন ২৫৯০, ২৬০০ আর ২৬১০ কিলোহার্টজে যে সিগনাল দিচ্ছে তার কোনটায় আপনার এলাকায় সিগনাল বা সিএনআইআর সবচেয়ে বেশী তা দেখতে হবে। একাজের জন্য উপরের wimaxc -i search কমান্ড দেওয়ার পর কোন বেজ আইডি সবচেয়ে ভালো সিগনাল দিচ্ছে সেটা খেয়াল করুন। যেমন নিচের ছবিতে ২৬০০ কিলোহার্টজের জন্য সবচেয়ে বেশী সিএনআইআর পাওয়া যাচ্ছে। কাজেই আমরা নেটওয়ার্ক সার্চ না করেই সরাসরি এই ফ্রিকোয়েন্সিতে কানেক্ট করার জন্য লঞ্চার বানাবো।


এবার Edit Direct Connection এ ক্লিক করুন, গেডিট অপেন হলে সেখানে যথযথ স্থানে ফ্রিকোয়েন্সি বসান। যদি তা ২৬০০ হয় তাহলে এডিট করার দরকার নাই।

    #!/bin/bash
    wimaxc connect 2600 10

ব্যাস! এক ক্লিকে কানেক্ট করার কাজ কমপ্লিট। এবার থেকে পিসি চালু করে প্রথমে Initialize Modem এ ক্লিক করবেন, তারপর Direct Connection এ গেলেই ঝামেলা ছাড়া সরাসরি কানেক্টেড হয়ে যাবে। লাইন ডিসকানেক্ট করতে Disconnect এ ক্লিক করুন।

যদি কেও কানেক্টেড থাকা অবস্থায় বেজ আইডি, সিএনআইআর, কানেকশান টাইম ইত্যাদি তথ্য দেখতে চান তাহলে Check Status এ ক্লিক করবেন। তখন নিচের মত দেখাবে।


যদি কেও মডেম ড্রাইভার, কানেকশান ম্যনেজার ভার্শন ইত্যাদি তথ্য জানতে চান তাহলে Get Info এ ক্লিক করলে নিচের মত করে সব তথ্য পাবেন।



আশা করি প্রতিটা লঞ্চারের কাজ বোঝাতে পেরেছি। মনে রাখুন

    পিসি চালু করে মাত্র একবার Initialize Modem এ ক্লিক করতে হবে।
    কানেক্ট করতে Direct Connect আর ডিসকানেক্ট করতে Disconnect চাপলেই হবে।
    যদি মডেম না পায়, একবার রিস্টার্ট দিয়ে নিন।


undefined

এই পদ্ধতিটি শুধুমাত্র WU216 ও ACCTON USB211 এর জন্য। ZTE AX226 চালাতে উইন্ডোজ থেকে এই ছোট্ট কাজটুকু করেন। আপনারা এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। (লিঙ্ক কাজ না করলে এখানে ক্লিক করে সরাসরি ডাউনলোড করুন ও ফাইলের নামের শেষে exe লাগিয়ে নিন)। ইন্সটল করে রান করান। নিচের মত করে ইউএসবি সিলেক্ট করে ডিভাইস কানেক্ট করুন।


এবার DSD ট্যাবে যেয়ে লেফট পেনে Edit Tools এ ক্লিক করুন, তারপর USB Autoinit Data এ ক্লিক করুন।


Read from Device এ ক্লিক করলে বক্সে ডিভাইস আইডি চলে আসবে।


সেটা 19D2 আর 0172 থেকে চেঞ্জ করে 198F আর 0220 করে দিন। অন্য আইডি বসালে মডেম নিষ্ক্রিয় হয়ে যাবে। কাজেই সাবধান থাকবেন। তারপর Write to Device এ ক্লিক করে একটু অপেক্ষা করুন। দেখবেন ডিভাইস আইডি বদলে গেছে। এবার লিনাক্স পিসিতে লাগিয়ে দেখবেন সহজেই মডেম পেয়ে গেছে। এবার উপরের মত করেই কমান্ড দিয়ে মডেম কানেক্ট করুন আর ইন্টারনেট ব্যবহার করুন।

টিপস:
১। যদি কেও বিভিন্ন এলাকায় মডেম ব্যবহার করে থাকেন তাহলে সেখানকার সিএনাইআর অনুযায়ী Edit Conn. এ যেয়ে ফ্রিকোয়েন্সি বদলে দিলেই হবে [লিনাক্সের জন্য এইটুকু কষ্ট আশাকরি সবাই করবেন]
২। অন্য মডেম ব্যবহার করতে চাইলে আবার Others > Setup Connection এ ক্লিক করে নতুন ইজারনেম ইত্যাদি তথ্য দিলেই হবে।

সমস্যা:
১। ৬৪বিট সাপোর্ট দেওয়ার জন্য কাওকে পাচ্ছিনা।
২। এখনো GUI বানানো হয়নি। তবে কিছুদিনের মাঝেই সেটা দিতে পারবো আশা রাখি।
৩। ২.৬.৩৮ আর আগের ভার্শনে চালাতে পারিনি।
৪। ডিভাইস আইডি না বদলে ZTE মডেম সরাসরি চালানো যাবেনা। তবে সেটা নিয়েও কাজ করছি।

কৃতজ্ঞতা:
SetupConnection স্ক্রিপ্টটি লেখার জন্য অনিরুদ্ধকে অশেষ ধন্যবাদ।
অর্থাৎ ফেভারে নিচের তিনটা লঞ্চার রাখলেই হবে -
Acquire the knowledge and share the knowledge so that knowing,learning then sharing - all are the collection