Author Topic: উবুন্টু ১১.১০ এর জন্য বাংলালায়ন ওয়াইম্যাক  (Read 6100 times)

bbasujon

  • Administrator
  • VIP Member
  • *****
  • Posts: 1826
  • I want to show my performance at any where
    • View Profile
    • Higher Education
যা যা করতে হবে

নিচের ডেব ফাইলটা ডাউনলোড করুন। http://www.mediafire.com/?xq5ks2ez7hbe525

এবার ইন্সটল করুন। সোজা উপায়ে যদি সফটওয়্যার সেন্টার দিয়ে ডাউনলোড না হয় তাহলে Ctrl + Alt + T চেপে টার্মিনাল খুলুন। তারপর নিচের মত কমান্ড লিখুন।

    sudo dpkg -i <blion-wimax-0.0.3.deb ফাইলটা ড্র্যাগ করুন>

এন্টার চেপে ইন্সটল করুন আর পিসি রিস্টার্ট দিন। এবার ইউনিটি ড্যাশে ক্লিক করুন অথবা উইন্ডোজ বা সুপার কী চাপুন। Internet Apps এ ক্লিক করুন। তখন নিচের মত ওয়াইম্যাক্স সম্পর্কিত লঞ্চারগুলো দেখাবে।



এবার কাজ আগের মতই। প্রথমে Setup Connection এ ক্লিক করে ইউজার আইডি, পাসওয়ার্ড আর ম্যাক বসিয়ে নিন। তারপর Initialize Modem এ ক্লিক করার পর Click 'n Connect দিন অথবা Connection Console এ যেয়ে ইচ্ছামত বেজ স্টেশানে কানেক্ট করুন।

চাইলে ইউনিটির প্যানেলে নিচের মত করে লঞ্চারগুলো পিন করে রাখতে পারেন।



Acquire the knowledge and share the knowledge so that knowing,learning then sharing - all are the collection