Author Topic: উবুন্টু ১১.১০ এ ইউনি-জয় ব্যবহার করে বাংলা লি&  (Read 6114 times)

bbasujon

  • Administrator
  • VIP Member
  • *****
  • Posts: 1826
  • I want to show my performance at any where
    • View Profile
    • Higher Education
যারা ইউনি-জয় ব্যবহার করে উবুন্টু ১১.১০ এ বাংলা লিখতে পারেন না,তাদের জন্য আমার আজকের এই পোষ্ট।
আমি নিজেও এই সমস্যার ভূক্তভোগী ছিলাম।
আসুন শুরু করি।
উবুন্টু ১১.১০ এ ইউনি-জয় ব্যবহার করে বাংলা লিখার জন্য : স্কীনশটগুলি দেখতে এখানে ক্লিক করুন

১. প্রথমে উবুন্টু ১১.১০ থেকে ইন্টারনেটে কানেক্ট হয়ে নিন ।
২. উবুন্টুর সফটওয়্যার সেন্টার থেকে ibus-m17n নামের প্যাকেজটা সকল ডিপেন্ডেন্সীসহ ইন্সটল করে নিন।
এর জন্য উবুন্টু১১.১০ এর উপরের প্যানেলে অবস্থিত Classic Menu Indicator থেকে >Other>Synaptic Package Manager সিলেক্ট করুন,Password চাইলে Password দিয়ে Authenticate এ ক্লিক করুন ।
এর পর Synaptic Package Manager চালু হলে এর সার্চ বক্সে ibus-m17n লিখে সার্চ করুন
ibus-m17n প্যাকেজ টি আসলে,সেটিতে মাউসের ডান বাটন ক্লিক করে Mark for installation সিলেক্ট করুন।
এর পরে Apply এ ক্লিক করুন ।
ইন্সটলেশান সম্পূর্ন হলে Synaptic Package Manager থেকে বেরিয়ে আসুন ।
২.এবার Language Support থেকে বাংলা ভাষার জন্য ফন্ট ও অন্যান্য সাপোর্ট ইন্সটল করতে হবে।
Classic Menu Indicator>System Tools>System Setting>Personal>Language Support এ ক্লিক করুন ।
No Language Information Available লেখা আসলে Update এ ক্লিক করুন ।
Update সম্পূর্ণ হয়ে গেলে,
ওই Language Support উইন্ডোটির Install/Remove Languages অপশানে ক্লিক করে Bengali তে চেকমার্ক দিয়ে Apply Change অপশানে ক্লিক করুন ।
বিঃদ্রঃ Update সম্পূর্ণ হয়ে যাবার পরে Language Support উইন্ডোটি স্বয়ংক্রিয়ভাবে না আসলে Classic Menu Indicator>System Tools>System Setting সিলেক্ট করে Personal গ্রুপ এর অন্তর্ভূক্ত Language Support এ ক্লিক করে পুনরায় চালু করুন ।
আপনার পিসি কে রিস্টার্ট/রিবুট করুন ।
৩. পিসি চালু হবার পরে আবার,
Classic Menu Indicator>System Tools>System Setting>Personal>Language Support এ ক্লিক করুন।
Language Support চালু হলে এর Language ট্যাবের সব নিচে Keyboard Input Method System এ ড্র্প ডাউন বাটন ক্লিক করে ibus সিলেক্ট করুন । এরপর close বাটনে ক্লিক করে বেরিয়ে আসুন ।
৪. উবুন্টু ১১.১০ ডেস্কটপ এর বাম দিকের সব উপরের দিকে অবস্থিত Dash Home আইকনে ক্লিক করুন, Search বক্সে ibus লিখুন।
এরফলে ibus এবং Kayboard Input Methods অপশান দুটি আসলে,
Kayboard Input Methods অপশানে ক্লিক করুন।
ক্লিক করলে আপনাকে আইবাস সার্ভিস চালু করার অনুমতি চাইবে। অনুমতি দিতে Yes অপশানে ক্লিক করুন ।
এবারে Ibus Preferences উইন্ডো আসবে।
সেখান থেকে Advanced ট্যাবে গিয়ে Share the same input method among all applications কে নির্বাচিত করে দিন (চেকমার্ক দিয়ে দিন) ।
এরপর close বাটনে ক্লিক করে বেরিয়ে আসুন ।
৫. উবুন্টু ১১.১০ এর উপরের প্যানেলে অবস্থিত Classic Menu Indicator এর পার্শ্বের Keyboard Icon এ ক্লিক করে Keyboard Preferences অপশানে ক্লিক করলে Keyboard Layout উইন্ডো আসবে
সেখান থেকে Bengali সিলেক্ট করে, এর নিচের দিকে অবস্থিত "--" (ডিলিট) বাটনে ক্লিক করতে হবে । (তাহলে Bengali Keyboard Layout টি ডিলিট হয়ে যাবে) ।
৬. আবার Kayboard Input Methods চালু করুন (৪ নং এ বর্ণিত নিয়ম অনুসারে)।
Ibus Prerfence উইন্ডোর Input Method ট্যাবের অন্তর্ভূক্ত Select An Input Method ড্র্প ডাউন অপশান ক্লিক Bengali > unijoy(m17n)>Select করে Add অপশানে ওকে করুন ।
Close করে বেরিয়ে আসুন।
আপনার পিসি কে রিস্টার্ট/রিবুট করুন ।
ব্যস! এবার আপনি আপনার পছন্দের অ্যাপ্লিকেশনে Ctrl+SpaceBar কী দ্বয় চেপে বাংলা লিখতে পারবেন।
আবার Ctrl+SpaceBar কী দ্বয় চাপলেই ইংরেজী তে লিখতে পারবেন। by সুফিয়ান আহমেদ
Acquire the knowledge and share the knowledge so that knowing,learning then sharing - all are the collection