« on: January 14, 2012, 07:51:25 PM »
এক ক্লিকেই কিভাবে অনেক ফোল্ডার বানাবেন? বিশ্বাস হচ্ছেনা? পারবেন অবশ্যই ।চেষ্টা করে দেখুন।
প্রথমে একটি notepad open করুন।এর মধ্যে লিখুন -
MD romel simanto jony Akash rasel mitu borsha brishty
এরপর এটিকে সেভ করুন romel.bat নামে। এরপর এটিকে ডাবল ক্লিক করুন দেখবেন ৮ তি ফোল্ডার হয়ে গেছে।এবং rename হয়ে গেছে।
ভালো লাগলে জানাবেন।
Logged