Author Topic: Satellite TV, the whole [Part -2]  (Read 5419 times)

bbasujon

  • Administrator
  • VIP Member
  • *****
  • Posts: 1826
  • I want to show my performance at any where
    • View Profile
    • Higher Education
Satellite TV, the whole [Part -2]
« on: January 14, 2012, 07:18:45 PM »


পরিচয়ঃ

উপরের ছবিতে যে দুটি জিনিস দেখা যাচ্ছে তার একটি যে মোবাইল ফোন এটি সবাই জানে কিন্তু অপর জিনিসটি কি? এটা হল একটা Satellite DVB (Digital Video Broadcasting) Receiver. এটি ব্যবহার করে যেকোন TV Channel Broadcasting Satellite থেকে টিভি চ্যানেল Receive করা যায়। এর মানে নিজে হয়ে যান নিজের Dish Operator । শুধুমাত্র এককালীন খরচ করে কিছু যন্ত্রাংশ কিনতে হয়। এর পর আর কোন খরচ করার দরকার নেই। এই Receiver বা এ ধরনের অন্য যেকোন Receiver ব্যবহার করে TV Channel Receive করলে Channel Broadcaster কে কোন Rent দিতে হয় না। কারন এই Receiver দিয়ে শুধুমাত্র Free To Air (FTA) Channel Recive করা যায়। এখানে বলে রাখি বাংলাদেশের সব গুলো TV Channel ই Free To Air এ আছে।আমাদের প্রতিবেশি দেশ ভারত সহ পৃথিবীর অন্যান্য দেশে এটি বহুল ব্যবহৃত হতে দেখা যায়। সেসব দেশের তরুন সমাজের কাছে এটি হবি হিসাবে গৃহীত। তারা অনেক ফোরাম বানিয়ে এসব নিয়ে আলোচনা, গবেষণা করে। আমাদের দেশে এর ব্যবহার তেমন ভাবে শুরু হয় নি।


কিছু প্রয়োজনীয় তথ্যঃ

রেডিও তে যেমন FM, SW, MW হিসাবে Frequency Band ভাগ করা থাকে তেমনি Digital Video Broadcasting এ ও আলাদা আলাদা Frequency Band এ Broadcast হয়ে থাকে। সাধারনত Digital Video Broadcasting এ দু ধরনের Band এ Broadcast হয়। এগুলো হল 1. C Band , 2. Ku Band.

C Band , Ku Band অপেক্ষা ব্যয়বহুল। কারন C Band এ বড় Dish Antena ব্যবহার করতে হয় যার মূল্য সাধারনত Ku Band এর Dish এর 5-6 গুন হয় এমন কি আকারেও অনেকগুন বড় হয়। যন্ত্রাংশের দিক থেকে C Band , Ku Band এর মধ্যে পার্থক্য শুধু মাত্র Dish টাই। কম মূল্যের কারনে Ku Band Direct To Home (DTH) হিসাবে ব্যবহৃত হয়। আর C Band বাণিজ্যিক (Dish Operator)ভাবে ব্যবহৃত হয়।
Acquire the knowledge and share the knowledge so that knowing,learning then sharing - all are the collection