কাছাকাছি এইরকম একটা সমস্যায় পড়েছিলাম কিছুদিন আগে । আগের হার্ডডিস্কটা বিদ্যুত সমস্যায় পুড়ে যাওয়ার পর কাজ চালাতে আরেকজনের একটা পুরানো হার্ডডিস্ক আনি । মিন্ট ইন্সটল কিছুতেই হচ্ছিলনা , যেটা রুট রেখেছিলাম তা ইনস্টলের ফরম্যাটিংয়ের পর আনলোকেটেড দেখাত । এমনকি ফরম্যাটও করতে দিতনা । শেষে লাইভে জিপার্টেডে ext3 তে ফরম্যাট করে ফিক্স এরর দিলাম । যদিও রেজাল্ট দেখালো যে ফিক্সিংয়ে কোন আন-একস্পেক্টেড কিছু হয়েছে , কিন্তু পরে আর সমস্যা করে নি । এখন বহাল তবিয়্যতে চলছে ।
যার কাছ থেকে এনেছিলাম তিনি জানিয়েছিলেন যে ড্রাইভটা ঠিক মত কাজ করে না , আগে দুইটা পার্টিশন দেখাত না ... কিন্তু ঐটার পর আমি পুরোদমে চালাচ্ছি , কোন সমস্যা হচ্ছে না ।
ext4 এর একটা সমস্যা আছে ( ঠিক সমস্যা না , ফিচার । কিন্তু আমাদের জন্য সমস্যা ) এটা ডিস্কে ৫% ক্যাশ তৈরি করে । যার কারনে হঠাত কারেন্ট চলে গেলে সমস্যা হয় :s)