Author Topic: You normally can not create folders in Windows  (Read 7088 times)

bbasujon

  • Administrator
  • VIP Member
  • *****
  • Posts: 1826
  • I want to show my performance at any where
    • View Profile
    • Higher Education
You normally can not create folders in Windows
« on: January 14, 2012, 08:58:23 AM »
উইন্ডজে এমন কিছু ফোল্ডার এর নাম আছে যে নামে আপনি চাইলেও কোন ফোল্ডার সাধারনত তৈরী করতে পারবেন না। এই ফোল্ডার গুলোকে সাধারানত কিছু ডিফল্ট ফোল্ডার হিসেবে ব্যবহার করা হয়। এই ফোল্ডার গুলোর নাম গুলো হলঃ
CON, PRN, AUX, CLOCK$, NUL, COM1, COM2, COM3, COM4, COM5, COM6, COM7, COM8, COM9, LPT1, LPT2, LPT3, LPT4, LPT5, LPT6, LPT7, LPT8, LPT9

**দেখুন তো চেষ্টা করে এই নামে ফোল্ডার তৈরি করতে পারেন কিনা **
#পারছেন না। তাই না? কারণ
@এগুলো হচ্ছে ডসের রিসার্ভ কি-ওয়ার্ড।
যেমনঃ
CON--CONSOLE
PRN--PRINTER
LPT1--LINE PRINTER 1।

আপনি যখন প্রিন্ট কমান্ড দিলেন তখন উইন্ডোজ আপনার প্রিন্ট ডাটা গুলো টেম্পোরারি PRN নামে একটা ফোল্ডারে জমা রাখে , আপনি যদি PRN নামে একটা ফোল্ডার তৈরি করে তাহলে উইন্ডোজ কনফিউজড হয়ে যাবে কোন ফোল্ডার টা ব্যব হার করবে সে ? এই জন্যে এইসব নামে কোন ফোল্ডার তৈরি করা যায় না।

তবে বিশেষ প্রয়োজনে আপনি কমান্ড প্রমোপ্ট এর মাধ্যমে এই ফোল্ডার গুলো তৈরী বা মুছে ফেলতে পারবেন।

**তবে না করাই ভালো। কারণ এতে করে আপনার সিস্টেম বিভ্রান্ত হয়ে যাবে আর এর ফলে সিস্টেম ফেইল করতেও পারে।**

command prompt খুলুন
টাইপ করুন md \\.\c:\PRN

## ইউএনসি পাথ ব্যবহার করে নতুন একটি রিমোট হোস্ট তৈরি করে সেখানে একটা শেয়ারফোল্ডারে PRN নামের ফোল্ডার তৈরি করা হয়েছে।

আর যদি মুছে ফেলতে চান তবেঃ

command prompt খুলুন
টাইপ করুন rmdir \\.\c:\prn ।

** কেউ জেনে থাকলে তো জানেনই আর যারা জানেনা এইটা তাদের জন্য। আমিও কিছু আগে জেনেছিলাম। তাই এইখানে জানালাম। **

সদস্যের ছবি
অভিজিত রায়
    নিবন্ধিত সদস্য
     
    পোস্ট: 14
    নিবন্ধিত হয়েছেনঃ: বুধ ফেব্রুয়ারী ২৪, ২০১০ ১২:৪৮ পূর্বাহ্ন
    অবস্থান: কুমিল্লা
    রক্তের গ্রুপ: O+
    লাইসেন্স: GNU fdl (Free Documentation License)
    স্ট্যাটাস: সবাই সবার থেকে আলাদা
    পছন্দ করি: ফায়ারফক্স, উইন্ডোজ ৭, ভিস্তা, সোলারিস, ব্লগিং, চ্যাটিং


Acquire the knowledge and share the knowledge so that knowing,learning then sharing - all are the collection