Author Topic: জ্বর হলে পানি খান বেশি বেশি  (Read 3758 times)

bbasujon

  • Administrator
  • VIP Member
  • *****
  • Posts: 1826
  • I want to show my performance at any where
    • View Profile
    • Higher Education
জ্বর হলে বেশি বেশি করে পানি খাবেন । জ্বর হলে আমাদের সকলেরই একটা বিশেষ অনুভূতি হয় । একটা ঘোর ঘোর ভাব, মাথাটা যেন ফাঁকা হয়ে আসে । জ্বরের ঘোরে নানা দুঃস্বপ্ন, হ্যালুসিনেশন আমাদের আচ্ছন্ন করে রাখে । এসবরে মূলে যে কারণ তা হলো ডিহাইডেশন বা পানিশূন্যতা । জ্বরের তাপে শরীরে ডিহাইড্রেশনের সৃষ্টি হয় । শরীরের বিভিন্ন অংশের সাথে সাথে মস্তিষ্কও পানিশূন্য হয়ে পড়ে । তখনই এমন হয় । সে জন্যই জ্বরের মধ্যে বেশি বেশি পানি খাবেন ।
Acquire the knowledge and share the knowledge so that knowing,learning then sharing - all are the collection