ছেলে শিশু অথবা মেয়ে শিশু উভয়ের জন্য একটা সমস্যা হলো বিছানায় মূত্রত্যাগ করা। এটি কোনো যৌন সমস্যা নয় বরং ইউরো সাইকোলজিক্যাল সমস্যা। সাধারণত তিন বছর বয়স পর্যন্ত এই সমস্যা চলতে থাকে । যখন শিশুর অটোনমাস স্নায়ুর ব্যবস্থা এবং মূত্র থলির নিয়ন্তণ করা সম্ভব হয় তখন শিশুর রাত্রিকালিন বিছানা ভেজানোর অভ্যাস কমে যায় বিছানা ভেজানোর অভ্যাস ছেলে শিশু চাইতে মেয়ে শিশুর কম এটি শীতকালে বেশি হয় গরম কালের চাইতে । বিছানা ভেজানোর অভ্যাস মনোদৈহিক, সমাজিক এবং জীববিজ্ঞান নির্ভর হতে পারে । শিশুর রাত্রিকালীন বিছানা ভেজানোর অভ্যাস নিয়ন্ত্রণের কয়েকটি বিষয় আলোচনা করা হলো–
রাতের ঘুম ভাঙ্গিয়ে শিশুকে বেশি পানি পান না করানো ।
রাতের ঘুম ভাঙ্গিয়ে শিশুকে মূত্র ত্যাগ করানো ।
সাইকোথেরাপি ।
হিপনোসিস ।
ইমিপ্রামিন হাইড্রোকোরাইড রাতে ২৫ থেকে ৫০ মিলি গ্রাম শিশুকে খাওয়াতে হবে । ৬ থেকে ১২ বছর বয়সী বাচ্চাদের এটি খাওয়ানো যেতে পারে ।
সূত্রঃ প্রফেসর ডাঃ মোহাম্মদ ফিরোজ