Author Topic: স্মার্টফোন বাজারে আবারও শীর্ষে স্যামসাং  (Read 5715 times)

sabuj

  • Administrator
  • Newbie
  • *****
  • Posts: 42
    • View Profile

স্মার্টফোন বাজারে আবারও শীর্ষে স্যামসাং


স্মার্টফোনের বিশ্ববাজারে এ বছরের এপ্রিলে হুয়াওয়ের কাছে শীর্ষস্থান হারানোর পর আগস্ট নাগাদ তা পুনর্দখল করেছে স্যামসাং। বাজারের মোট হিসসার ২২ শতাংশ এই দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রতিষ্ঠানটির দখলে রয়েছে বলে জানায় কাউন্টারপয়েন্ট রিসার্চ। ১৬ শতাংশ শেয়ার নিয়ে বাজারে দ্বিতীয় অবস্থানে রয়েছে হুয়াওয়ে। কাউন্টারপয়েন্ট রিসার্চ জানায়, লকডাউনের সময়ে বিশ্বের বেশ কিছু বাজারে নিষেধাজ্ঞাজনিত জটিলতার কারণে স্যামসাংয়ের বাজার হিসসা ২০ শতাংশে নেমে আসে।

Source: https://www.kalerkantho.com/print-edition/tech-everyday/2020/10/29/970365