ওয়েবসাইটে চ্যাট অনেকেই সংযুক্ত করতে চান। বিভিন্ন চ্যাট সাইট থেকে বিভিন্ন কোড জেনারেট করে ব্যবহার করেন অনেকে। এতে সাইটের স্পীড কমে যায়। আজ আমি আপনাদের এমন একটি চ্যাট সিস্টেম দেখাব যেখানে সাইট বিন্দুমাত্র স্লো হবে না।
ডাউনলোড:
এই চ্যাট সিস্টেমটির বাংলা সংস্করণ ডাউনলোড করুন এখান থেকে। এবং ইংরেজি সংস্করণটি ডাউনলোড করুন এখান থেকে। (মাত্র ২৩ কিলোবাইট) ডাউনলোড করার পর এটিকে এক্সট্রাক্ট করুন।
ইনস্টল পক্রিয়া।
এটি ইনস্টল করার জন্য আপনার একটি ডাটাবেজ প্রয়োজন হবে। তাই সি প্যানেল থেকে একটি ডাটাবেজ এবং সাথে একটি পাসওয়ার্ড দিয়ে একটি ইউজার তৈরি করুন। তারপর সেই ডাটাবেজের সাথে একটি ইউজার তৈরি করুন।
এরপর আপনার হোস্ট থেকে পিএইচপি মাই অ্যাডমিন এ যান। আপনার ডাটাবেজটি সিলেক্ট করুন। উপরে থেকে import এ ক্লিক করুন। তারপর এখানে Browse এ ক্লিক করে ডাউনলোডকৃত ফোল্ডারের tables.sql ফাইলটি চিনিয়ে দিন। ব্যাস কাজ শেষ।
তাহলে আপনার কাছে মোট চারটি তথ্য আছে নিশ্চিত হয়ে নিন:
১। আপনার হোস্ট নেম
২। একটি ডাটাবেজের নাম:
৩। ডাটাবেজ ইউজার নাম:
৪। ডাটাবেজ পাসওয়ার্ড:
এরপর php নামের ফোল্ডারের ajax.php ফাইলটি নোটপ্যাড++ দিয়ে ওপেন করুন। প্রথমেই দেখবেন নিচের লাইনগুলো আছে
1.<span class="contentpagetitle"> </span>/* Database Configuration. Add your details below */
2.
3. $dbOptions = array(
4. 'db_host' => '',
5. 'db_user' => '',
6. 'db_pass' => '',
7. 'db_name' => ''
8. );<span class="contentpagetitle"> </span>
এখানে [''] অংশে আপনার ডাটাবেজের তথ্যগুলো দিন। এরপর এই ফাইলগুলোকে সার্ভারে আপলোড করুন।
তারপর আপনার URL ব্রাউজারে দিন। হয়ে গেল আপনার চ্যাট সিস্টেম।