অনেক সময় কম্পিউটার বন্ধ হতে অনেক সময় নেয় । এতে কোনো কারণে চাইলেও দ্রুত কম্পিউটার বন্ধ করে চলে যাওয়া যায় না । এর কারন উইন্ডোজ
কম্পিউটার বন্ধ করার সময় এর ভিতরের পেইজ ফাইল (টেম্পোরারি ফাইল) পরিষ্কার করে নেয় । এর কারণে কম্পিউটার বন্ধ হতে দেরী হয় । তবে আপনি ইচ্ছা করলে নিচের নিয়ম অনুসরন করে এর হাত থেকে নিস্তার পেতে পারেন।
এজন্য প্রথমে Start > Run > regedit লিখে এন্টার করুন । এবার বাম পাশের মেনু থেকে HKEY_LOCAL_ MACHINE > SYSTEM > CurrentControlSet > Control
> Session Manager > Memory Management এ ক্লিক করে ডান পাশের মেনু থেকে ClearPageFileAtShutdown এ ডাবল ক্লিক করে Value data “0” দিয়ে OK করে বের হয়ে আসুন ও কম্পিউটার রিস্টার্ট করুন ।
এবার থেকে দেখুন আপনার পিসি দ্রুত বন্ধ হচ্ছে।