Author Topic: Joomla Tutorial -01 (Install Joomla on the server)  (Read 10469 times)

bbasujon

  • Administrator
  • VIP Member
  • *****
  • Posts: 1826
  • I want to show my performance at any where
    • View Profile
    • Higher Education
Joomla Tutorial -01 (Install Joomla on the server)
« on: January 23, 2012, 05:37:51 AM »
হোস্টিং সার্ভারের ১ ক্লিক ইনষ্টল পদ্ধতিতে জুমলা সেটআপ করা যায়। এজন্য প্রথমে আপনার হোস্টিং সার্ভারে লগিন করুন। তারপর নিচের মত পেজ আসবে।



এখন তিনটি ধাপে জুমলা ইনষ্টল করতে হবে।
১। ডোমেইন অ্যাড
২। মাইএসকিউএল ডাটাবেস তৈরি
৩। জুমলা ইনষ্টল

১। ডোমেইন অ্যাডঃ Addon Domains এ ক্লিক করুন। নিচের মত পেজ আসবে



তারপর আপনার কাঙ্খিত ডোমেইন দিয়ে ক্লিক করুন। তারপর

২। MySQL Databases এ ক্লিক করুন।

এখানে যে কোন একটি নাম দিয়ে একটি ডাটাবেস তৈরি করুন।

৩। জুমলা ইনষ্টলঃ iVista – Easy Script Installation এ ক্লিক করুন। নিচের মত পেজ আসবে।



এখান থেকে আপনার ডোমেইন নির্বাচন করে Proceed এ ক্লিক করুন। তারপর বিভিন্ন স্ক্রিপ্ট এর তালিকা আসবে। এখানে থেকে জুমলা ১.৫ এর ডানে Install Now এ ক্লিক করুন।



তারপর Complete এ ক্লিক করুন।

ব্যস হয়ে গেল সার্ভারে জুমলা ইনষ্টল। আপনি সফলভাবেই পেরেছেন।

পরবর্তী পর্বে কিভাবে জুমলা বাংলা করা যাবে তা দেখানো হবে।

Acquire the knowledge and share the knowledge so that knowing,learning then sharing - all are the collection