Author Topic: মোবাইল রিমোট কন্ট্রোল এখন লিনাক্স এ  (Read 8932 times)

bbasujon

  • Administrator
  • VIP Member
  • *****
  • Posts: 1826
  • I want to show my performance at any where
    • View Profile
    • Higher Education
আজকে আপনাদের দেখাবো Bluetooth দিয়ে কিভাবে Linux Desktop কন্ট্রোল করবেন আপনার মোবাইল ফোন দিয়ে..(সত্যি)

যা যা লাগবে...

১/ একটি লিনাক্স Desktop

2/একটি Bluetooth Enabled মোবাইল ফোন(java supported)

৩/একটি host software যা আপনার pc তে থাকবে।

কি হলো? আপনার প্রথম দুটিই আছে? Control করতে চান আপনার লিনাক্স কে mobile থেকে? তাহলে শেষ point টির জন্যই আমার এতো কষ্ট করা।....

প্রথমেই আপনাকে একটি bluetooth remote software ইন্সটল করতে হবে যার নাম ganyremote. এটি ubuntu 10.10 ইউজাররা software center থেকেই ইন্সটল করতে পারবেন। আর http://sourceforge.net/projects/anyremote/files/ganyremote/5.5.1/ganyremote_5.5.1-2_all.deb/download

এই লিংক থেকে .deb repository file ডাউনলোড করে ইনস্টল করতে পারেন।

ইনস্টল করার পর এটির desktop wing চালু করুন এখান থেকে Applications>Accessories>ganyremote

তারপর screenshot টির দিকে খেয়াল করুন।


তারপর এখান থেকে Setup Tab টাতে ক্লিক করুন। তারপর Device Browserদিয়ে আপনার কাংখিত mobile phone টি সিলেক্ট করুন।(এক্ষেত্রে আপনার deviceটির bluetooth সংযোগ চালু থাকতে হবে।) Device টি পেয়ে গেলে একটি Dialogue box আসবে।


এখান থেকে আপনার Device টি সিলেক্ট করে upload java বাটনে প্রেস করুন। আপনার mobile এ একটি java client upload হয়ে


আপনার পিসির bluetooth visible করে দিন।

তারপর আপনি gany remote এর main menu তে গিয়ে All-in-1-v2 option টা select করে start button এ প্রেস করুন। দেখবেন নিচে লিখা উঠবে "Disconnected from phone”

এবার phone এ গিয়ে upload করা java client টাকে open করুন। option এ গিয়ে search দিন। যখন আপনার computer adapter এর নাম উঠবে তখন ওইটা select করুন।



দেখবেন মোবাইল এর পর্দায় বিভিন্নoptions আসবে।

এখান থেকে আপনি আপনার pcএর মাউস, কিবোর্ড, Rythmbox music player, Totem movie player,

এবং file সমূহ browse করতে পারবেন (সীমিত পরিসরে)। তবে pc তে সিনেমা দেখার সময় এটি দারুন bluetooth remote হিসেবে কাজ করে....!!!

(পুরো পোস্ট টাই নিজের জ্ঞান থেকে করা...তাই কিছু জিনিস বাদ যেতে পারে..আপনারা সমস্যা জানান, আপডেট করে দেব।)

ভুলক্রটি মাফ করবেন। ভালো লাগলে কমেন্ট করবেন..না লাগলেও করবেন...আর হ্যা...সমস্যা হলে জানাতে ভুলবেন না যেন।

পরবর্তীতে আরেকদিন দেখাবো যে internet দিয়ে কিভাবে এই কাজ করা যায়। আজ এ পর্যন্তই।

এরকম আরো কাজের জিনিস পাবেন http://forums.linuxdesh.com এই লিংক এ
Acquire the knowledge and share the knowledge so that knowing,learning then sharing - all are the collection