Author Topic: Optical (CD / DVD) drive with care  (Read 6991 times)

bbasujon

  • Administrator
  • VIP Member
  • *****
  • Posts: 1826
  • I want to show my performance at any where
    • View Profile
    • Higher Education
Optical (CD / DVD) drive with care
« on: January 14, 2012, 09:23:30 AM »
দিনদিন উন্নত হচ্ছে কম্পিউটার প্রযুক্তি, কমে আসছে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের দাম। কিছুদিন আগেও ডিভিডি রাইটার ছিল সাধারণ ক্রেতার সাধ্যের বাইরে। অথচ এখন মাত্র ২০০০ টাকার মধ্যেই ভাল মানের ডিভিডি রাইটার পাওয়া যায়। এছাড়াও কম্বো ড্রাইভসহ অন্যান্য অপটিকাল ড্রাইভের দামও আগের তুলনায় অনেক কমে এসেছে।
কিন্তু অনেকক্ষেত্রেই দেখা যায় কেনার কিছুদিনের মধ্যেই সিডি/ডিভিডি ড্রাইভ নষ্ট হয়ে যাচ্ছে বা বিভিন্ন ধরণের সমস্যা দেখা দিচ্ছে। অথচ কিছু সতর্কতা অবলম্বন করলেই অপটিক্যাল ড্রাইভের আয়ু বাড়ানো যায় এবং অনেক বছর ধরে নির্বিঘ্নে ব্যবহার করা যায়। এখানে এমন কিছু সতর্কতা সম্পর্কে উল্লেখ করছিঃ

১। অপটিক্যাল ড্রাইভ কেনার সময় খেয়াল করুন সেটি ভাল ব্র্যান্ডের এবং অরিজিনাল কিনা। বাংলাদেশে লাইটঅন, স্যামসাং, আসুস, সনি ইত্যাদি বিভিন্ন ভাল ব্র্যান্ডের অপটিক্যাল ড্রাইভ পাওয়া যায়, কিন্তু এর মধ্যে অনেক নকলও রয়েছে। সুতরাং অপটিক্যাল ড্রাইভ কেনার সময় অভিজ্ঞ কাউকে সাথে নিয়ে কিনুন।

২। ড্রাইভটিতে কয় বছরের ওয়ারেন্টি দিচ্ছে সেটি নিশ্চিত হয়ে কিনুন। প্রয়োজনে ড্রাইভের পার্টস বদলানো যাবে কিনা খোঁজ নিয়ে দেখুন।

৩। অপটিক্যাল ড্রাইভ কেনার আগে নিশ্চিত হয়ে নিন আপনার কম্পিউটারের মাদারবোর্ডে সাটা(Serial ATA) পোর্ট আছে কিনা...। বর্তমানে প্রায় সব মাদারবোর্ডেই সাটা সমর্থন করে, কিন্তু কিছু পুরোনো মাদারবোর্ডে সাটা পোর্ট নেই। মাদারবোর্ডে সাটা পোর্ট থাকলে সাটা সমর্থিত অপটিক্যাল ড্রাইভ কিনুন, কারণ এটি পূর্বপ্রচলিত আইডিই(Integrated Drive Electronics) পোর্টের চেয়ে দ্রুতগতিতে ডাটা ট্রান্সফার করতে পারে। আর মাদারবোর্ডে সাটা সমর্থন না থাকলে আইডিই ড্রাইভ কিনুন।

৪। অপটিক্যাল ড্রাইভ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। যে ঘরে কম্পিউটার ব্যবহার করছেন সেখানে যেন ধুলোবালি না জমে সেদিকে বিশেষভাবে খেয়াল রাখুন। প্রয়োজনে যখন কম্পিউটার ব্যবহার করছেন না তখন সেটি চাদর বা যেকোন পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখুন।

৫। নন-এসি রুমে কম্পিউটার ব্যবহারের সময় সবসময় ফ্যান চালু রেখে বা জানালা খোলা রেখে ঘরের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখুন। প্রয়োজনে কেসিং এর ভেতর অতিরিক্ত শীতলকারক পাখা(কুলিং ফ্যান) সংযুক্ত করুন।

৬। দুই মাসে কমপক্ষে একবার কম্পিউটার কেসিং খুলে ভেতরের যন্ত্রাংশ পরিষ্কার করুন। এ বিষয়ে পর্যাপ্ত অভিজ্ঞতা না থাকলে অভিজ্ঞ কারও সাহায্য নিন।

৭। যারা কম্পিউটারে নিয়মিত মুভি দেখেন তারা মুভি সিডি/ডিভিডিটি ডিস্ক ইমেজ হিসাবে কম্পিউটারের হার্ডডিস্কে সংরক্ষণ করে নিতে পারেন। পরবর্তীতে মুভি দেখার সময় কোন ভার্চুয়াল সিডি/ডিভিডি ইমুলেটর সফ্‌টওয়্যার এর সাহায্যে মুভিটি চালু করতে পারবেন। এতে করে অপটিক্যাল ড্রাইভের উপর অনেক কম চাপ পরবে।
সিডি বা ডিভিডি ডিস্ক ইমেজ ফাইল হিসাবে কম্পিউটারে কপি করার জন্য একটি ডিস্ক বার্ণিং সফটওয়্যারের প্রয়োজন হবে। লিনাক্সে Brasero বা K3B দিয়ে ডিস্ক ইমেজ তৈরি করা যায়। আর উইন্ডোজে বিভিন্ন ডিস্ক বার্ণিং সফটওয়্যারে(যেমন: Burnaware Free) .iso ডিস্ক ইমেজ তৈরি করার সুবিধা থাকে। তৈরিকৃত আইএসও ইমেজটি কোন ভার্চুয়াল ডিস্ক ইমুলেটর(যেমন: DAEMON Tools(Windows), Acetoneiso(Linux) ইত্যাদি) দিয়ে মাউন্ট করে সাধারণ সিডি/ডিভিডি-র মতই চালাতে পারবেন।

৮। অপটিক্যাল ড্রাইভে নিয়মিত সিডি/ডিভিডি লেন্স ক্লিনার চালান। এতে করে লেন্সে জমে থাকা ময়লা ও ধুলোবালি পরিষ্কার হয়ে যাবে এবং লেন্স এর আয়ু বৃদ্ধি পাবে। এ ক্ষেত্রে ক্লিনার সিডির সাথে দেওয়া লিকুইড ব্যবহার থেকে বিরত থাকুন। কারণ ক্লিনিং লিকুইডের মান ভাল না হলে এটি অপটিক্যাল ড্রাইভের লেন্স পরিষ্কার না করে উল্টো লেন্সের ওপর তৈলাক্ত আবরণ সৃষ্টি করতে পারে, যা লেন্সের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাছাড়া মাত্রাতিরিক্ত লিকুইড ব্যবহার করলে তা ড্রাইভের ভেতরের যন্ত্রাংশের সংস্পর্শে এসে সেগুলো অকেজো করে দিতে পারে।

৯। অপটিক্যাল ড্রাইভে নষ্ট ও স্ক্র্যাচ পড়া সিডি/ডিভিডি ব্যবহারে বিরত থাকুন, এবং ডিস্ক সংরক্ষণে সচেতন হোন।
সিডি বা ডিভিডি ডিস্ক খোলা অবস্থায় রাখবেন না, ডিস্কের সাথে কোন প্লাস্টিক বা পলিথিন কাভার থাকলে ব্যবহারের পর সবসময় তার মধ্যে ভরে রাখুন। বাজারে বিভিন্ন আকারের ডিস্ক ব্যাগ পাওয়া যায়, সেগুলো ব্যবহার করতে পারেন।

১০। নষ্ট সিডি/ডিভিডি ড্রাইভ মেরামতের জন্য অভিজ্ঞ কারও সাথে যোগাযোগ করুন বা কম্পিউটার সার্ভিসিং সেন্টারে নিয়ে যান। পর্যাপ্ত অভিজ্ঞতা ব্যতীত অপটিক্যাল ড্রাইভের কেসিং খোলা থেকে বিরত থাকুন।

একই সাথে প্রজন্ম ফোরামে প্রকাশিত...
Acquire the knowledge and share the knowledge so that knowing,learning then sharing - all are the collection