« on: March 04, 2013, 08:50:54 AM »
আমরা যখন কোনো ওয়েবসাইটে প্রথমবার যাই (ভিজিট) তখন সেটির সবকিছু আসতে (লোড হতে) সময় বেশি নেয়। ওয়েবসাইট দেখার সফটওয়্যার (ব্রাউজার) ওই সাইটসম্পর্কিত তথ্য (ডেটা) হার্ডড্রাইভে সংরক্ষণ করে রাখলে পরেরবার সাইটটি খোলার সময় পাতাগুলো দ্রুত চলে আসে। ব্রাউজার ক্যাশিংয়ের কারণে এটি হয়ে থাকে। ক্যাশিংয়ের জন্য হার্ডডিস্ক ড্রাইভের পরিবর্তে যদি র্যাম নির্বাচন করে দেওয়া যায় তবে ক্যাশিংয়ের গতি নিশ্চিতভাবে বেড়ে যায়। এতে করে ওয়েবসাইট দেখার কাজটা দ্রুত করা যায়।
মজিলা ফায়ারফক্স ব্রাউজারের ক্ষেত্রে এ কাজটা করতে অ্যাড্রেসবারে about:config লিখে এন্টার করুন। এখানে “I’ll be careful, I promise!” বোতামে ক্লিক করুন। search ঘরে browser.cache লিখে এন্টার করুন। browser.cache.disk.enable খুঁজে বের করে তাতে দুবার ক্লিক করে এর মান false করে দিন। browser.cache.memory.enable-এর মান true করে দিন। এবার যেকোনো জায়গায় ডান ক্লিক করে New থেকে Integer-এ নির্বাচন করুন। এখানে browser.cache.memory.capacity লিখে OK চাপুন। পরের ঘরের ১০০০০ (১০০ মেগাবাইট) লিখে OK চাপুন। আবারও Search-এর ঘরে Pipelining লিখে এন্টার দিন। এবার network.http.pipelining খুঁজে বের করে তাতে দুবার ক্লিক করে এর মান false থেকে true করে দিন। network.http.pipelining.maxrequests-এর মান ৪ থেকে ১০-এর মধ্যে যেকোনো সংখ্যা নির্ধারণ করে দিন। কাজ শেষ হলে ফায়ারফক্স বন্ধ করে আবার চালু করুন। এখন থেকে ওয়েবসাইটের পাতাগুলো আগের চেয়ে আরও দ্রুত আসবে।
—মো. রাকিবুল হাসান -
See more at: http://www.prothom-alo.com/detail/date/2013-03-04/news/333665#sthash.TkawBYot.dpuf
Logged