Author Topic: Software for your trial period ends and never will be.  (Read 5145 times)

bbasujon

  • Administrator
  • VIP Member
  • *****
  • Posts: 1826
  • I want to show my performance at any where
    • View Profile
    • Higher Education
Software for your trial period ends and never will be.
« on: February 16, 2012, 07:57:44 AM »
নানা কারনে আমরা কম্পিউটারে বিভিন্ন সফটওয়্যারের ট্রায়াল ভার্শন ব্যবহার করি। নির্দিষ্ট মেয়াদের পর ট্রায়াল সফটওয়্যার আর ব্যবহার করা যায় না। টাইম স্টপার  নামের একটি সফটওয়্যারের সাহায্যে আপনি ট্রায়াল সফটওয়্যারের নির্দিষ্ট মেয়াদকে বেধে রাখতে পারবেন, যার ফলে যতদিন ইচ্ছে ট্রায়াল সফটওয়্যার ব্যবহার করা যাবে। মাত্র ৯৩৭ কিলোবাইটের ছোট এই সফটওয়্যারটি নিচের লিঙ্ক থেকে নামিয়ে নিন। এরপর জিপ ফাইলটি ওপেন করে সফটওয়্যারটি ইনস্টল করুন। এখন টাইম স্টপার চালু করে যে সফটওয়্যারটির ট্রায়াল সংস্করনের মেয়াদকে বেধে রাখতে চান Browse করে সেটির প্রোগ্রাম ফাইলে যান এবং যে অপশনে ক্লীক করলে সফটওয়্যারটি চালু হয় সেটি নির্বাচিত করুন।
যেমন ধরুন, আপনার পিসির সি ড্রাইভে 'হিরো সুপার প্লেয়ার' রয়েছে, তাহলে এটিকে নির্বাচিত করার জন্য C:\HEROSOFT\Hero Super Player\STHSVCD.exe এ ক্লীক করতে হবে। এরপর Choose new date লেখা বক্সে উক্ত সফটওয়্যারটির মেয়াদ থাকাকালীন সময়ের মধ্যে একটি তারিখ নির্বাচন করুন। যেমন, সফটওয়্যারটির ট্রায়াল সংস্করনের মেয়াদ শেষ হবে ৩০ ডিসেম্বর ২০১০, তাহলে ৩০ ডিসেম্বরের আগে যেকোন একটি তারিখ নির্বাচন করুন। সবশেষে নির্দিষ্ট বক্সে সফটওয়্যারটির নাম লিখে Create desktop icon অপশনে ক্লীক করলে উক্ত নামের একটি আইকন ডেস্কটপে আসবে। এখন থেকে সফটওয়্যারটি চালু করার জন্য এই আইকন ব্যবহার করুন। ভুলেও মূল শর্টকাটটি ব্যবহার করবেন না। পারলে ঐ মূল শর্টকাটগুলো মুছে ফেলুন। তাহলেই ঐ সফটওয়্যারটি যতদিন খুশী ব্যবহার করতে পারবেন। তবে ট্রায়াল সফটওয়্যারের প্রোগ্রাম ফাইল বা আসল আইকন ব্যবহার করলে আগের নিয়মে নির্দিষ্ট সময়েই এর মেয়াদ শেষ হয়ে যাবে।

  ডাউনলোড লিঙ্ক
Acquire the knowledge and share the knowledge so that knowing,learning then sharing - all are the collection