Author Topic: কোন সফটওয়ার এবং Internet ছাড়া Windows Activeted করুন।  (Read 4758 times)

bbasujon

  • Administrator
  • VIP Member
  • *****
  • Posts: 1826
  • I want to show my performance at any where
    • View Profile
    • Higher Education
কোন সফটওয়ার এবং Internet ছাড়া Windows Activeted করুন।
আজ আপনাদেরকে দেখাব কিভাবে Software, crack এবং Internet ছাড়া Windows Activete করা যায়। এর আগে যদি কেউ এ টিউনটি করে থাকেন তাহলে ক্ষমা করবেন।
আর কারো উপকার এবং ভাল লাগলে Command করে আর নতুন নতুন টিউন করার উৎসাহ প্রদান করবেন।
এখন কাজের কথায় আসি, চলন দেখি কিভাবে Activeted করতে হয়।
প্রথমে Start > Run> regedit> HKEY_LOCAL_MACHINE> SOFTWARE> Microsoft> Windows NT> CurrentVersion> WPAEvents সিলেক্ট, ডান পাঁশে OOBETimer এ ডাবল ক্লিক Value date এ প্রথম OOOO রেখে বাকি সব value গুলো ডিলিট করে ফেলেন।
এখন প্রথম লাইনে OOOO এর পর FF D5 71 D6 8B 6A 8D 6F
দেখেন দ্বিতীয় লাইনে Automatic ভাবে OOO8 এসেছে.ooo8 এর পরে D5 33 93 FD
লিখে Ok করতে হবে।
এখন WPAEvents কে Right বাটন ক্লিক করে Security তে SYSTEM সিলেক্ট করে নিচে Permissions for Administrators এর Full Control এবং Read কে সিলেক্ট করে OK করুন।
তাহলে একটা Security box আসবে, সেখানে Yes করেন।
আর উপভোগ করুন Activeted Windows.
এটা আমি windows xp তে ব্যবহার করেছি, windows7 & vista তে হবে কি না টা জানি না। আমি এখন পর্যন্ত Windows7 & vista তে ব্যবহার করি দেখি নাই। আপনারা এ টিপসটি ব্যবহার এবং কাজ করে থাকলে জানাবেন।
Acquire the knowledge and share the knowledge so that knowing,learning then sharing - all are the collection