Author Topic: ইউএসবি ড্রাইভকে বুটেবল উইন্ডোজ ভিসতা এবং   (Read 6974 times)

bbasujon

  • Administrator
  • VIP Member
  • *****
  • Posts: 1826
  • I want to show my performance at any where
    • View Profile
    • Higher Education
কোন প্রকার অতিরিক্ত সফটওয়্যার ছাড়াই আপনার ইউএসবি ড্রাইভকে বুটেবল উইন্ডোজ ভিসতা এবং উইন্ডোজ সেভেন তৈরি করুন।
আমাদের অনেকেরই বিভিন্ন সময় বিভিন্ন কম্পিউটার সেটআপ দিতে হয় যাতে ডিভিডি অথবা সিডি রম থাকে না। তখন বেকায়দায় পড়তে হয়। অনেকে হয়ত বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে আপনার ইউএসবি ড্রাইভকে বুটেবল তৈরি করে অনেক কম্পিউটার সেটআপও দিয়েছেন। এইরকম অতিরিক্ত সফটওয়্যার ইন্টারনেটে সার্চ দিলে অনেক পাওয়া যায়, যেমন: Novicorp Win to Flash, Hiren Boot CD ইত্যাদি আরোও অনেক। কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার ইউএসবি ড্রাইভকে কোন প্রকার অতিরিক্ত সফটওয়্যার ছাড়াই বুটেবল উইন্ডোজ ভিসতা এবং উইন্ডোজ সেভেন তৈরি করতে পারেন।
প্রয়োজনীয়:
প্রথমত, আপনার প্রয়োজন হবে একটি ৪ জিবি বা তারও অধিক ডাটা স্টোরেজ সম্পন্ন একটি ইউএসবি ডিভাস বা প্যান ড্রাইভ।
দ্বিতীয়ত, একটি অপারেটিং সিস্টেম উইন্ডোজ সেভেন অথবা উইন্ডোজ ভিসতার একটি ডিভিডি।
উক্ত Requirement গুলো সংগ্রহ হলে নিচের পদক্ষেপ গুলো অনুসরন করুন।
পদক্ষেপ ১: আপনার ইউএসবি ডিভাইসটি আপনার কম্পিউটার প্রবেশ করান।
পদক্ষেপ ২: Run এ গিয়ে CMD লিখুন এবং Ctrl+Shift+Enter চাপ দিন অথবা menu > All programs > Accessories এ গিয়ে Command Prompt এর উপর রাইট বাটন ক্লিক করে এডমিনিস্ট্রেশন হিসেবে রান করান।
পদক্ষেপ ৩: এখন কমান্ড প্রম্প্টে DISKPART লিখে এন্টার দিন।
পদক্ষেপ ৪: এবার LIST DISK লিখে এন্টার দিন। তখন আপনাকে আপনার কম্পিউটার কয়টি স্টোরেজ ডিভাস আছে তা দেখাবে। এখান হতে আপনাকে আপনার ইউএসবি ড্রাইভকে চিনতে হবে। উদাহরন স্বরূপ মনে করুন আপনার ইউএসবি ড্রাইভটি হল Disk 1 ।
পদক্ষেপ ৫: এখন নিচের কমান্ডগুলো একটি একটি করে লিখে এন্টার চাপ দিন।
ক) SELECT DISK 1
খ) CLEAN
গ) CREATE PARTITION PRIMARY
ঘ) SELECT PARTITION 1
ঙ) ACTIVE
চ) FORMAT FS=NTFS (এখানে কিছুক্ষন সময় নিবে আপনার ইউএসবি ড্রাইভকে ফরম্যাট নিতে)
ছ) ASSIGH
জ) EXIT
আপনি আপবশ্যই আপনার কমান্ড প্রম্পটি বন্ধ করবেন না। এটা মিনিমাইজ করে রাখুন কারন এটি আপনার পরে প্রয়োজন আছে।
পদক্ষেপ ৬: এখন আপনি আপনার ডিভিডি রমে উইন্ডোজ সেভেনের ডিভিডিটি প্রবেশ করান। ধরুন আপনার ডিভিডি ড্রাইভটি হল “G”
পদক্ষেপ ৭: মিনিমাইজ করা কমান্ড প্রম্পটি ম্যাক্সিমাইজ করুন। এবং G: CD BOOT লিখে একবার এন্টার চাপুন, তারপর আবার CD BOOT লিখে এন্টার চাপুন। এখন উক্ত কমান্ড প্রম্পটে BOOTSECT.EXE/NT60 H: লিখে এন্টার দিন। (H: হল আপনার ইউএসবি ড্রাইভের লোকেশন)
পদক্ষেপ ৮: এখন উইন্ডোজ সেভেনের ডিভিডি থেকে সকল ডাটা কপি করে আপনার ইউএসবি ড্রাইভে কপি করুন। ব্যাস তৈরি হয়ে গেল আপনার বুটেবল উইন্ডোজ সেভেন অথবা উইন্ডোজ ভিসতা ইউএসবি ড্রাইভ।
এখন আপনি যে কম্পিউটারে অপারেটিং সিস্টেম সেটআপ দিতে চান তার বায়াসে গিয়ে প্রথম বুট হিসেবে ইউএসবি ডিভাইন অথবা রিমুভাল ডিভাইসকে পাইয়ে দিন। বাকী কাজ সাধারন উইন্ডোজ সেভেন অথবা ভিসতা সেটআপের মত। আশা করি আপনারা তা পারবেন।
Acquire the knowledge and share the knowledge so that knowing,learning then sharing - all are the collection