Author Topic: অনিয়ন্ত্রিত রক্তচাপ  (Read 4671 times)

bbasujon

  • Administrator
  • VIP Member
  • *****
  • Posts: 1826
  • I want to show my performance at any where
    • View Profile
    • Higher Education
অনিয়ন্ত্রিত রক্তচাপ
« on: January 16, 2012, 04:34:36 PM »
অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ শরীরের জন্য ক্ষতিকর। এর প্রভাব শরীরের সব অঙ্গ-প্রত্যঙ্গে ক্ষতি হতে পারে। তবে মসি-ষ্ক, হার্ট ও কিডনি বেশি ক্ষতিগ্রস- হয়। রক্তচাপ অনিয়ন্ত্রণে থাকলে স্ট্রোকের ঝুঁকি সাতগুণ বেড়ে যায়, হার্ট ফেইলরের ঝুঁকি ছয়গুণ এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি তিনগুণ বাড়ে। আমাদের দেশে ১৮ বছর বয়সের উর্ধ্বে শতকরা ১৫-২০ ভাগ লোক উচ্চ রক্তচাপে ভুগছে। যদি কোন লোকের ৫০ বছর বয়সেও স্বাভাবিক রক্তচাপ থাকে এবং সে যদি ৮০ বছর বাঁচে; তবে তার উচ্চ রক্তচাপে ভোগার সম্ভাবনা শতকরা ৯০ ভাগ। সাধারণত আমরা বলে থাকি ১১৫/৭৫ সস.ঐম রক্তচাপ থাকা ভাল। তার ওপরে যদি রক্তচাপ থাকে তবে তাতে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। ডায়াবেটিস, কিডনি রোগীদের এই ঝুঁকি আরো বেশি। রক্তচাপ যদি ১৪০/৯০ সস.ঐম এর ওপরে থাকে তবে তাকে উচ্চ রক্তচাপ হিসাবে ধরা হয়। রক্তচাপের ঠিকমত চিকিৎসা না করলে সেটা অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপের পর্যায়ে পড়ে। অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপের ঠিকমত চিকিৎসা করা উচিত।

আমাদের জানা ভাল

১. স্বাভাবিক রক্তচাপ ১২০/৮০ সস.ঐম বা এর কম।

২. যাদের উচ্চ রক্তচাপ এবং হৃদরোগ রয়েছে তাদের চিকিৎসার পর রক্তচাপ ১৩০/৮৫ সস.ঐম থাকা উচিত।

৩. চিকিৎসার পরও যাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং কিডনি রোগ আছে তাদের রক্তচাপ ১৩০/৮০ সস.ঐম থাকা উচিত।

কি কি কারণে আমাদের দেশে অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ দেখা যায়-

সাধারণ রোগীর জন্য

১. রোগীর শিক্ষার মান না থাকায় তারা রক্তচাপ সম্পর্কে অজ্ঞ।

২. আমাদের দেশে অধিকাংশ লোকের অর্থনৈতিক অবস্থা ভাল না থাকায় তারা চিকিৎসা নিতে পারে না।

৩. উচ্চ রক্তচাপের ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে নানা ধরনের শঙ্কা কাজ করে।

৪. স্বাস্থ্য সম্পর্কিত নীতি নির্ধারকদের এগিয়ে না আসা।

৫. উচ্চ রক্তচাপের চিকিৎসায় প্রয়োজনে সারা জীবন ওষুধ খেতে হয়। এই দীর্ঘ মেয়াদী ওষুধ না খাওয়ায় অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ দেখা দেয়।

ডাক্তারদের জন্য

১. ডাক্তাররা রোগীদের সঙ্গে খোমেলা আলোচনা না করায় ঠিকমত বোঝাতে পারে না

২. সঠিক রোগ নির্ণয় না করা

৩. সঠিক ওষুধ না দেয়া

কি করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা যাবে

যদি পরীক্ষা করে দেখা যায় উচ্চ রক্তচাপ হয়েছে তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। একটা ওষুধে ভাল না হলে দুইটি ওষুধ খেতে হবে, তাতেও ভাল না হলে তিনটি ওষুধ খেতে হবে। এছাড়া খাদ্যে চর্বি কম খেতে হবে, লবণ কম গ্রহণ করতে হবে, ধূমপান ত্যাগ করতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, মানসিক চাপ কমাতে হবে, নিয়মিত রক্তচাপ মাপতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে। তবেই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে সুস্থ থাকা সম্ভব হবে।

অধ্যাপক আর কে খন্দকার
প্রফেসর অব কার্ডিওলজি
চেয়ারম্যান, হাইপারটেনশন কমিটি
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ
সূত্র: দৈনিক ইত্তেফাক, ফেব্রুয়ারী ২৬, ২০১০
Acquire the knowledge and share the knowledge so that knowing,learning then sharing - all are the collection