মনে করুন আপনার হোম ফোল্ডারের Videos নামে ফোল্ডারে blue.flv নামে ৫ মিনিটের শব্দহীন ভিডিও আছে। কিন্তু আপনি এটাতে শব্দ যোগ করতে চান। এই কাজটি ffmpeg টুলের মাধ্যমে কমান্ডলাইনে খুব সহজে করা যায়। তবে অডিও ফাইলটি ভিডিও ফাইলের সমান length এর হলে ভাল হয়। অর্থাত ৫ মিনিটের ভিডিওর জন্য ৫ মিনিটের অডিও। এ কাজটি করতে হলে প্রথমে মূল ভিডিও এবং অডিও ফাইলটি(ধরি ফাইলটির নাম sound.mp3) একই ফোল্ডারে কপি করুন।
এরপর cd কমান্ডের মাধ্যমে সেই ফোল্ডারে যান। ধরি ফাইলগুলো /home/jahidul/Videos নামক ফোল্ডারে কপি করা হয়েছে। এক্ষেত্রে কমান্ডটি হবে।
cd /home/jahidul/Videos
লিখে এন্টার চাপলেই Videos ফোল্ডারে প্রবেশ করবে। এখানে আমার ক্ষেত্রে jahidul , আপনার ক্ষেত্রে আপনার নাম হতে পারে কিংবা আপনি যে নামে হোম ফোল্ডার বানিয়েছেন। নটিলাসে crtl+l চাপলে লোকেশন বারে /home/jahidul/Videos এভাবে দেখাবে।
ffmpeg -i sound.mp3 -i blue.flv blue_final.avi
কমান্ডের ব্যাখ্যা
ffmpeg -i=ফাইল ইনপুট নেওয়ার কমান্ড
sound.mp3=অডিও ফাইল
blue.flv=মূল ভিডিও(শব্দহীন) ফাইল
blue_final.avi=ফাইনাল রেজাল্ট (শব্দযুক্ত)
এখানে blue.flv ফাইলের সাথে sound.mp3 যোগ হয়ে নতুন avi ফরমেটের blue_final.avi ভিডিও তৈরি হবে যেটাতে অডিও আছে।