• Welcome to Daffodil Computers Ltd..
 

News:

Daffodil Computers Limited is a leading It solution & education solution public company with a good relation to customers it has earned big respect from clients

Main Menu

অনুমোদন পেল প্রথম উড়ুক্কু গাড়ি

Started by sabuj, November 03, 2020, 11:39:42 AM

Previous topic - Next topic

sabuj


অনুমোদন পেল প্রথম উড়ুক্কু গাড়ি


রাস্তায় জ্যামে বসে থাকতে থাকতে ক্লান্ত? উড়ুক্কু গাড়ির কথা মনে আসাই স্বাভাবিক। কিন্তু এত দিন কল্পনায় থাকা সেই উড়ুক্কু গাড়ি এখন বাস্তবে চলে এসেছে। নেদারল্যান্ডসের একটি প্রতিষ্ঠানের তৈরি উড়ুক্কু গাড়ি রাস্তায় চলার জন্য বৈধতা পেয়েছে। 'পাল-ভি লিবার্টি' নামের এই গাড়ি বিশ্বে প্রথম অনুমোদন পাওয়া উড়ুক্কু গাড়ি। এটি রাস্তায় সর্বোচ্চ ১৬০ কিলোমিটার পর্যন্ত গতি তুলতে পারে।

টাইমস নাউ এক প্রতিবেদনে জানিয়েছে, রাস্তায় চলাচলে ব্যবহারের জন্য উড়ুক্কু গাড়ির অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। নেদারল্যান্ডসভিত্তিক উড়ুক্কু গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান পাল-ভি এ গাড়ি তৈরি করেছে। ২০১২ সাল থেকে এ গাড়ির প্রকল্প নিয়ে কাজ করছিল পাল-ভি।

বিজ্ঞাপন

গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির জন্য বড় বাধা ছিল এ ধরনের গাড়ি চলাচলে রাস্তা বা আকাশপথের উপযোগী কোনো নির্দিষ্ট নীতিমালা না থাকা।

পাল-ভির প্রধান নির্বাহী কর্মকর্তা রবার্ট দিনগেমাংসি বলেন, উড়ুক্কু গাড়ির ক্ষেত্রে নীতিমালা তৈরির বিষয়টি বড়ই ধাঁধাপূর্ণ ছিল। এটি গাড়ি, নাকি উড়ুক্কু যানের নীতিমালা মানবে, তা ঠিক করা প্রয়োজন।

লিবার্টি মূলত দুই সিটের ত্রিচক্রযান। এটি রাস্তায় চলতে পারে আবার পাখা মেলে আকাশেও উড়তে পারে। তবে এ উড়ুক্কু গাড়ি চালাতে উড়োজাহাজ চালানোর লাইসেন্স প্রয়োজন পড়ে। এটি ঘণ্টায় ১২০ মাইল গতিতে উড়তে পারে। এক ট্যাংক ভর্তি জ্বালানি নিয়ে ৩১০ মাইল পর্যন্ত যেতে পারে। এতে থাকা প্রপেলারের কারণে এটি হেলিকপ্টারের মতোই কাজ করে। ল্যান্ডিংয়ের সময় প্রপেলার ভাঁজ হয়ে থাকে এবং এর লেজ রাস্তায় চলার উপযোগী হয়ে যায়।

রবার্ট দিনগেমাংসি বলেন, গাড়ি ও উড়ুক্কু যানের মিশেলে তৈরি হাইব্রিড এ যান গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র। এ ক্ষেত্রে পাল-ভি প্রথম হলেও আরও অনেক প্রতিষ্ঠান উঠে আসবে।

করোনা মহামারির কারণে এ ধরনের উড়ুক্কু যানের প্রতি মানুষের আগ্রহ ও চাহিদা বাড়তে দেখেছেন গবেষকেরা। এতে দুজন যাওয়া যায় বলে সংক্রমণের ঝুঁকি অনেক কম থাকে

শুরুতে ৯০টি গাড়ির সীমিত সংস্করণ ছাড়ছে পাল-ভি। এর দাম হতে পারে ৫ লাখ ৮৩ হাজার ৫১৫ মার্কিন ডলার।


Source: https://www.prothomalo.com/education/science-tech/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%A6%E0%A6%A8-%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B2-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A5%E0%A6%AE-%E0%A6%89%E0%A7%9C%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%95%E0%A7%81-%E0%A6%97%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BF