Author Topic: Create your monitor insect  (Read 5116 times)

bbasujon

  • Administrator
  • VIP Member
  • *****
  • Posts: 1826
  • I want to show my performance at any where
    • View Profile
    • Higher Education
Create your monitor insect
« on: February 16, 2012, 08:54:10 AM »
আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মজার একটি সফটওয়্যার। আশাকরি আপনাদের কাছে বেশ মজার লাগবে| ধরুন কিছু তেলাপোকা বা মাছি কিংবা লেডিবাগ জাতীয় পতঙ্গ আপনার ডেস্কটপের মধ্যে ঘুরঘুর করতে দেখলেন। এগুলো আপনার মনিটরের মধ্যে অনবরত চলাফেরা করছে , খাবার তুলে খাচ্ছে। এসব দেখে অবাক হবার কিছু নেই। আপনি সত্যিই আপনার কম্পিউটারের মধ্যে এসব পতঙ্গের আনাগোনা সৃষ্টি করতে পারবেন। এসব সম্ভব কিছু সফটওয়্যারের মাধ্যমে। সেসব সফটওয়্যারগুলোই আজ আপনাদের সামনে উপস্থাপন করব। বিষয়টি আমাদের কাছে অত এক্সাইটিং না হলেও বাচ্চাদের কাছে জিনিসটা খুবই মজার মনে হবে।
নিচে সফটওয়্যারগুলোর লিঙ্ক দিয়ে দিলাম। ইচ্ছামত ডাউনলোড করে নিন। আর মজা দেখুন।

১।  Fly on Desktop
২।  Cockroach on Desktop
৩। Ladybug on Desktop
Acquire the knowledge and share the knowledge so that knowing,learning then sharing - all are the collection