Author Topic: পাসপোর্ট আইন, ১৯২০ [ ১৯২০ সনের ৩৪নং আইন ]  (Read 5230 times)

bbasujon

  • Administrator
  • VIP Member
  • *****
  • Posts: 1826
  • I want to show my performance at any where
    • View Profile
    • Higher Education
পাসপোর্ট আইন, ১৯২০

[ ১৯২০ সনের ৩৪নং আইন ]

------------------------------------------------------------------

 

বাংলাদেশে প্রবেশ করে এমন ব্যক্তির পাসপোর্ট তলব করার ক্ষমতা গ্রহণের আইন ।

যেহেতু বাংলাদেশে প্রবেশ করে এমন ব্যক্তির পাসপোর্ট তলব করার ক্ষমতা প্রদান জরুরী,

সেইহেতু নিম্নরূপ আইন প্রণয়ন করা হইল :

 

ধারা-১ (সংক্ষিপ্ত শিরোনাম ও আওতা )

এই আইনকে পাসপোর্ট আইন ১৯২০ নামে অভিহিত করা যাইতে পারে । ইহা সমগ্র বাংলাদেশে প্রযোজ্য ।

 

ধারা -২ ( সংজ্ঞা )

বিষয়বস্তু বা প্রসঙ্গ বিপরীত কোন কিছু না থাকিলে এই আইনে ''প্রবেশ'' (Entry) বলিতে স্থল, জল কিংবা বিমানপথে প্রবেশ বুঝাইবে ।

 

''ছাড়পত্র'' (Passport) বলিতে উপযুক্ত ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ কতৃর্ক প্রদত্ত এবং সংশ্লিষ্ট শ্রেণীর ছাড়পত্রের শর্তাবলী পূরণ করে এইরূপ ছাড়পত্র বুঝাইবে ।

'নির্ধারিত' বলিতে এই আইনের অধীনে বিধিমালা দ্বারা নির্ধারিত বুঝাইবে ।

 

ধারা -৩ ( নিয়মাবলী প্রণয়নের ক্ষমতা )

(১) কেহ বাংলাদেশে প্রবেশ করিতে তাহার পাসপোর্ট থাকিবার আবশ্যকতা ও তত্সংক্রান্ত অন্যান্য বিষয়ে সরকার নিয়ম প্রণয়ন করিতে পারিবেন ।

(২) এইরূপ নিয়মবলে, সরকার পাসপোর্ট না থাকিলে কাহাকেও বাংলাদেশে প্রবেশ করিতে নিষেধ করিতে অথবা পাসপোর্ট প্রদানের কর্তৃপক্ষ নির্ধারণ করিতে কিংবা কাহাকেও নিয়ম হইতে অব্যাহতি দিতে পারিবেন ।

(৩) এই আইন অনুসারে প্রণীত নিয়ম বা কোনো বিধি অমান্য করিলে অথবা আইনতঃ ক্ষমতাপ্রাপ্ত কতৃর্পক্ষের কোনো আদেশ অমান্য করিলে অপরাধীর তিন মাস পর্যন্ত কারাদণ্ড অথবা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হইবে ।

(৪) এই আইন অনুসারে প্রণীত সকল নিয়ম সরকারী গেজেটে প্রকাশিত হইবার পর এই আইনের ন্যায় কার্যকরী হইবে ।

 

ধারা -৪( গ্রেফতার করিবার ক্ষমতা )

(১) সাব-ইন্সপেক্টরের নিম্নপদস্থ নহে এমন কোনো পুলিশ কর্মচারী অথবা সরকার কতৃর্ক ক্ষমতাপ্রাপ্ত শুল্ক বিভাগের কোনো কর্মচারী, যেই ব্যক্তি এই আইনের ৩ ধারার অধীনে আদেশ লংঘন করিয়াছে বলিয়া যুক্তসঙ্গত সন্দেহ থাকে তাহাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করিতে পারিবেন ।

(২) উপরোক্ত বিধি অনুযায়ী কেহ গ্রেফতার হইলে অনতিবিলম্বে তাহাকে এখতিয়ারসম্পন্ন ম্যাজিস্ট্রেট অথবা নিকটবর্তী থানার ভারপ্রাপ্ত অফিসারের নিকট হাজির করিতে হইবে । এইক্ষেত্রে ফৌজদারী কার্যবিধির ৬১ ধারা যথাসম্ভব প্রযোজ্য হইবে ।

 

ধারা -৫ (বহিষ্কারের ক্ষমতা )

কেহ আইনের ৩ ধারার অধীন প্রণীত বিধান লঙ্ঘন করিয়া বিনা পাসপোর্টে বাংলাদেশে প্রবেশ করিলে সরকার উক্ত ব্যক্তিকে বাংলাদেশ হতে বহিষ্কারের আদেশ দিতে পারিবেন ও তদনুসারে উপযুক্ত ক্ষমতাসম্পন্ন কোনো সরকারী কর্মচারী তাহাকে বহিষ্কার করিতে পারিবেন ।
Acquire the knowledge and share the knowledge so that knowing,learning then sharing - all are the collection