Daffodil Computers Ltd.

Computer Tips and Tricks => Computer Tips & Tricks => Topic started by: bbasujon on January 18, 2012, 07:48:31 AM

Title: ডেস্কটপ থেকে Ricycle Bin ডিলেট করুন!!!!!!!!!
Post by: bbasujon on January 18, 2012, 07:48:31 AM
ডেস্কটপ থেকে Ricycle Bin ডিলেট করুন!!!!!!!!!

Ricycle Bin আইকনটি আপনার যদি ভাল না লাগে এবং আপনি যদি চান এটি আপনার ডেস্কটপে না থাকুক তাহলে, আপনি এটিকে চাইলে ডেস্কটপ থেকে সরিয়ে ফেলতে পারেন। নিচে আমি তার বিবরন দিলাম——————————————————>>>
প্রথমে আপনি আপনার স্টার্ট মেনুতে যান।
এরপর Run এ গিয়ে regedit লিখে এন্টার মারুন।
এবার নিচের লোকেশোনে যান——————————————————>>>
HKEY_LOCAL_MACHINE/SOFTWARE/Microsoft/Windows/CurrentVersion/explorer/Desktop/NameSpace
এবার ডান দিকের প্যানেলে Ricycle Bin নামে একটি স্ট্রিং দেখতে পাবেন।স্ট্রিংটি সিলেক্ট করে কিবোর্ডের Delete বাটন চাপুন এবং দেখুন মজা।
বিঃদ্রঃ—>রেজিস্ট্রি এডিট করবার সময় অবশ্যই রেজিস্ট্রি ব্যাকআপ করে রাখুন।