Daffodil Computers Ltd.
Computer Tips and Tricks => Computer Tips & Tricks => Topic started by: bbasujon on January 18, 2012, 07:46:40 AM
-
নোটপ্যাড যাদু –পরিষ্কার করুন পিসির রাম ….
আমার জানা মতে এটা টেকটিউনসের সবচে বেশি পর্বের ধারাবাহিক টিউন।আমার খুব ভাল লাগছে এরকম একটা ধারাবাহিক লিখতে পেরে।আর তার চেয়ে বড় কথা এই ধারাবাহিক টিউনে এখনও কোন খারপ মন্তব্য পায়নি।তাই সাহস করে লিখে যাচ্ছি যা হোক আজকে যে ট্রিকসটা শেখাবো তা দিয়ে আপনি খুব সহজে আপনার পিসির রাম টা পরিষ্কার করে নিতে পারবেন।
যে ভাবে নোটপ্যাড দিয়ে আপনার রাম পরিষ্কার করবেন
১. * নতুন নোটপ্যাড ওপেন করুন।
২. * নিম্নলিখিত কোডটি কপি পেষ্ট বা টাইপ করুন।
FreeMem=Space(64000000)
৩.এবার RAMcleaner.VBS লিখে ডেক্সটপ এ সেভ করুন।
৪.এবার যখনই আপনার পিসির রাম পরিষ্কার করার দরকার তখন শুধু ফাইলটি ডাবল ক্লিক করুন।
বিঃদ্রঃ- এই ট্রিকসটি হয়তো বা ১০০ জনের ৩০এরই জানা থাকতে পারে।কিন্তু বাকি অজনা ৭০ জনের