Daffodil Computers Ltd.

Computer Tips and Tricks => Computer Tips & Tricks => Topic started by: bbasujon on January 18, 2012, 07:22:29 AM

Title: How to open previous folder after restart.
Post by: bbasujon on January 18, 2012, 07:22:29 AM
কম্পিউটার বন্ধ করার পুর্বের ওপেনকৃত ফোল্ডার, কম্পিউটার ওপেন কর পর দেখা।
আজ আপনাদের সাথে একটা মজা বিষয় শেয়ার করব। সাধারনত আমরা যদি কম্পিউটার বন্ধ করে তা ওপেন করি তাহলে বন্ধু করার পূর্বে যে ফোল্ডার গুলি ওপেন করেছিলাম তা দেখতে পাই না। যদি আমারদের ঐ সকল ফোল্ডার অর্থাত কম্পিউটার বন্ধ করার পূর্বের ফোল্ডার গুলি দেখতে চান তাহলে নিম্নোক্ত সেটিংকস টি আপনাকে অনুসরন করতে হবে। সাধরনত উইন্ডোজ এক্সপিতে বাই ডিফল্ট এটা ডিসেবল করা থাকে। আপনাকে শুধু তা এনেবল করতে হবে।
প্রথমত, আপনার কম্পিউটারে এডমিনিষ্ট্রেটর হিসেব লগইন করুন।
দ্বিতীয়ত, স্টার্ট বাটনে ক্লিক করে কন্ট্রোল প্যানেল ওপেন করুন।
তৃতীয়ত, কন্ট্রোল প্যানেল হতে “Appearance and Themes” এ ক্লিক করুন।
চতুর্থত, নিচে হতে Folder Options এ ক্লিক করুন।
পঞ্চমত, তারপর একটি ছোট ডায়ালগ বক্স আসবে সেখান হতে View tab এ ক্লিক করতে হবে।
ষষ্ঠত, Advanced setting এর নিচে “Restore previous folder windows at logon” এ টিক দিয়ে ওকে করে সেটিংসটি সেভ করে আসুন।
এখন আপনি যতবারই কম্পিউটার রিষ্টার্ট, সাটডাউন অথবা লগঅফ করুন না কেন আপনার কম্পিউটার অটোমেটিক্যালি পূর্বে ওপেনকৃত ফোল্ডার ওপেন করে দিবে।