Daffodil Computers Ltd.
E-Health / Protect Your Health => For All / Others => Topic started by: bbasujon on January 16, 2012, 08:02:42 PM
-
রিউমাটয়েড আর্থ্রাইটিস হলে আপনার হার্টের রোগবালাইয়ের ঝুঁকি বিশেষ করে আপনার হার্ট অ্যার্টাকের ঝুঁকি ৩০ থেকে ৬০ ভাগ বেড়ে যায়। নোদারল্যান্ডসের গবেষকদের মতে, এ রোগের ফলে হার্টের রক্ত পরিসঞ্চালনকারী ধমনীগাত্রের মারাত্মক ক্ষতি হয়ে থাকে। ফলে হার্টের অসুখের ঝুঁকিও বাড়ে। সুখের সংবাদ এই গবেষকদের মতে, রিউমাটয়েড আর্থ্রাইটিসের চিকিৎসায় যারা সালফাসালাজিন গ্রহণ করছেন তাদের হার্টের ঝুঁকি অনেক কম। সুতরাং, আর দেরি না করে এখনি ডাক্তারের পরামর্শ নিন।
সূত্র: দৈনিক ইত্তেফাক, জুন ২০, ২০০৯