E-Health / Protect Your Health > E- Health For Women

জানা অজানা : সিজার করা বাচ্চার বুদ্ধি বেশি হ&

(1/1)

bbasujon:
প্রশ্ন: সিজার করা বাচ্চার কি বুদ্ধি বেশি হয়?

উত্তর : এ রকম অদ্ভুত একটা ধারণা আজকাল অনেকের মনে বাসা বাঁধছে। ক্রমাগত জটিল থেকে জটিলতর পৃথিবীর আর তার পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে গিয়ে প্রকৃতির নিজস্ব নিয়মে আজকাল বাচ্চারা আগের দিনের চাইতে অপেক্ষাকৃত কম বয়সেই অনেক কিছু জেনে যাচ্ছে, শিখে নিচ্ছে। বিশেষ করে শহরাঞ্চলের উচ্চমধ্যবিত্ত পরিবারগুলোতে মাত্র একটা বা দুটো বাচ্চা থাকায় এদের স্বাস্থ্য-প্রতিপালন আর শিক্ষা আগের অনেক বাচ্চা থাকা পরিবারের বাচ্চাদের চাইতে নজর আর গুরুত্ব পাচ্ছে অনেক অনেক বেশি। আর এটাও ঘটনা যে স্বাস্থ্য ব্যবস্থা আর চিকিৎসার সুযোগ-সুবিধা গ্রামাঞ্চলের তুলনায় বেশি থাকায় শহুরে মেয়েদের সিজার হচ্ছে বেশি। এ কথা বললে ভুল হবে না যে পরিবেশের আর প্রতিযোগিতার সঙ্গে বুঝতে আজকাল শহুরে বাচ্চাদের বড় হতে হচ্ছে আগের চাইতে অনেক বেশি দ্রুতলয়ে। বাচ্চার বুদ্ধি বা বিকাশ কিছুটা নির্ভর করে বংশগতির ওপর। বাকিটা বড় হবার পরিবেশ আর সুযোগ-সুবিধার ওপর। স্বাভাবিক প্রসব আর সিজার করা বাচ্চাদের বুদ্ধি বা বিকাশ নিয়ে কোনো তুলনামূলক বিজ্ঞানসম্মত গবেষণা এ দেশে হয় নি। তবে বাচ্চার বুদ্ধির সঙ্গে তার কোনও সম্পর্ক থাকবার সম্ভাবনা নেই বা থাকতে পারে না-এ কথা নির্দ্ধিধায় বলা যায়।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ফেব্রুয়ারী ১৩, ২০১০

Navigation

[0] Message Index

Go to full version