Author Topic: Remove the pen drive safely  (Read 6953 times)

bbasujon

  • Administrator
  • VIP Member
  • *****
  • Posts: 1826
  • I want to show my performance at any where
    • View Profile
    • Higher Education
Remove the pen drive safely
« on: January 14, 2012, 03:33:48 PM »
প্রথম যখন পেনড্রাইভ আসে, তখন অনেক কিচ্ছা কাহিনী শোনা যেত। যেমন, এক ফ্রেন্ডের পেনড্রাইভ নষ্ট হয়ে যাবার পর ওয়ারেন্টী ক্লেইম করতে গেলে রিসেলার সাহেব "আপনি নিশ্চয়ই সেইফ রিমুভ না করে পেনড্রাইভ খুলে ফেলেছেন, তাই ভোল্টেজ পাস করে ড্রাইভটি জ্বালিয়ে দিয়েছে, অতএব রিপ্লেসমেন্ট পাবেন না" এই ধরণের ঠাকুর মা'র ঝুলি শুনিয়েছিলো।

আসল ব্যাপার হলো, পেনড্রাইভে ফাইল কপি করলে উইন্ডোজ, লিনাক্স সাথে সাথে পেনড্রাইভে পুরো ফাইলটা লিখে ফেলেনা। lazy write বলে একটা ব্যাপার আছে - অপারেটিং সিস্টেম ফাইলের কিছু অংশ কপি করে, বাকি অংশ মেমরীতে ক্যাশ করে রাখে, এবং অপেক্ষা করে আরো ডাটা কপি করতে কমান্ড দেন কিনা। যদি নতুন ফাইল কপি করার নির্দেশ পায় বা একটু সময় পর টাইম আউট হয়ে যায়, তখন সে বাকি ফাইলটুকু পেনড্রাইভে delayed write করে। এই delayed write-এর কারণে হুট করে ইউএসবি ড্রাইভ খুলে ফেললে ডাটা লস হবার চান্স থাকে। এই জন্যই সেইফ রিমুভ করতে হয় - উইন্ডোজ যাতে সব ডাটা পেনড্রাইভে কমিট করার সুযোগ পায়।

এটা করা হয় আপনার ইউএসবি ড্রাইভের আয়ু বাড়ানোর জন্য। USB ড্রাইভ, SSD ডিস্কে MTBF বলে একটা ক্যাপাসিটি থাকে। পেনড্রাইভে যত বেশি write, delete করবেন, তত আয়ু কমতে থাকে - ড্রাইভের MTBF এক্সপায়ার করে ফেললে ড্রাইভ নষ্ট হলেও হতে পারে।




Acquire the knowledge and share the knowledge so that knowing,learning then sharing - all are the collection