Author Topic: শিশুর কানব্যথাঃ ওয়াক্স বা কানের খোল  (Read 4715 times)

bbasujon

  • Administrator
  • VIP Member
  • *****
  • Posts: 1826
  • I want to show my performance at any where
    • View Profile
    • Higher Education
রাত তখন ১২টার কম হবে না। হঠাৎ ঘুম থেকে জেগে উঠলো আপনার শিশু। একটি হাতে কান চেপে ধরে কেঁদে কেঁদে বললো, কানব্যথা। আপনি কি করবেন বুঝে উঠতে পারলেন না। কানে টর্চলাইটের আলো ফেললেন। এতে কানের মধ্যে আপনি যা দেখলেন তা থেকে ব্যথা হওয়ার কারণ সম্পর্কে কোন ধারণা পেলেন না। অগত্যা ব্যথা কমানোর ওষুধ প্যারাসিটামল দিয়ে শিশুকে ঘুম পাড়ানোর চেষ্টা করলেন। একসময় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল শিশু। সকালে যখন ঘুম খেকে উঠলো তখন আর ব্যথা নেই।

প্রথমদৃশ্যের ঘটনার কারণ হল- ওয়াক্স বা কানের খোল। কানে খোল জমে অনেক সময় কানেব্যথা হয়। অনেক মা-বাবা আছেন যানা কানে ময়লা পরিষ্কার করার জন্য কটনবাড ব্যবহার করেন এবং ময়লা কান থেকে বের করে আনার চেষ্টা করেন। যরা এই কাজটি করছেন তারা ঠিক করছেন না। প্রকৃত পক্ষে কান পরিষ্কার করার দরকার নেই। প্রকৃতিগতভাবেই কান নিজে নিজে পরিষ্কার হয়ে যাওয়ার ব্যবস্হা আছে। অধিকাংশের কানই নিজ েথকে পরিষ্কার হয়ে যায়। হঠাৎ কারো কারো কান পরিষ্কার করার দরকার পড়ে। আর যদি কান পরিষ্কার করার দরকার পড়ে তাহলে সেই কাজটি নাক কান গলা বিশেষজ্ঞকেই করতে দেয়া উচিত। তা না হলে সমস্যা হতে পারে। অধিকাংশ ক্ষেত্রেই কান পরিষ্কার করতে যেয়ে কানের ময়লা কিছুটা বের করে আনার সময় কিছু ময়লা ধাক্কা খেয়ে ভিতরে চলে যায়। এই ময়লাটুকু আর স্বাভাবিকভাবে বের হতে পারে না। এভাবে বারবার কান পরিষ্কার করার কারণে একটু একটু করে ময়লার বাড়তে থাকে এবং তা কানের পথকে রুদ্ধ করে দিলে ব্যথার উদ্রেক করে। এছাড়া কান পরিষ্কার করতে যেয়ে কানো খোচা খাওয়া কিংবা কানে যে কোন ধরণের ইনজুরি প্লাস কানের মধ্যে ছত্রাক সংক্রমণের ঝুঁকি অনেক বেড়ে যায়। এবং তৃতীয় দৃশের অবতারণা হয়। একজন নাক কান গলা বিশেষজ্ঞ খুব সহজেই কান দেখে বুঝে নিতে পারেন কানের ভিতরকার অবস্হা। কানের ভিরে ময়লা থাকলে তা বের করে দেয়ারও ব্যবস্হা করবেন তিনি। যদি ময়লা খুব শক্ত হয়ে থাকে সেক্ষেত্রে ময়লা বের করে আনা একটু কঠিন, এতে শিশু কিছুটা ব্যথা পেতে পারে। অনেক সময় শিশু ভয়েই অস্হির থাকে তখন শিশুর কান পরিষ্কার করা অসম্ভব হয়ে পড়ে। এসব ক্ষেত্রে শিশুর কান পরিষ্কার করতে না যেয়ে কানে ওষুধ প্রয়োগের মাধ্যমে ময়লাটি বের করে আনার চেষ্টা করা হয়ে থাকে। সাধারণত সোডিবাইকার্ব এর দ্রবণ দিয়ে কান পরিষ্কার করার কাজটি করা হয়। এই দ্রবণ কানের ময়লাকে গলিয়ে কান থেকে বের করে দেয়। এই ওষুধে কান পরিষ্কার হতে ৪/৫ দিন সময় লাগে। কান পরিষ্কার হয়ে যাওয়ার পর আর কখানো শিশুর কান পরিষ্কার করতে যাওয়া ঠিক হবে না। তাতে ঘটনার পুনরাবৃত্তিই ঘটবে। তবে শিশুর কানে ময়লা জমেছে মনে করলে অলিভ অয়েল ৪/৫ ফোঁটা করে দৈনিক ৩বার একাধারে ১০ দিন দিতে পারেন। এত কান পরিষ্কার থাকবে।

লেখকঃ সহযোগী অধ্যাপক, নাক কান গলা বিভাগ হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল।

——————–
ডা. সজল আশফাক ২০০৮-০৪-০১
ইনসাফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার, ১২৯ নিউ ইস্কাটন, ঢাকা।
আমার দেশ, ১লা এপ্রিল ২০০৮
« Last Edit: January 12, 2012, 07:28:48 AM by bbasujon »
Acquire the knowledge and share the knowledge so that knowing,learning then sharing - all are the collection