Author Topic: IDM speed up the way  (Read 5593 times)

bbasujon

  • Administrator
  • VIP Member
  • *****
  • Posts: 1826
  • I want to show my performance at any where
    • View Profile
    • Higher Education
IDM speed up the way
« on: February 16, 2012, 08:46:39 AM »
ডাউনলোডের দুনিয়াই সেরা ডাউনলোডার আইডিএমএর গুণাগুনের শেষ নেই। তাই এই আইডিএমকে আরও আপন করে নিতে আজকে নিয়ে এসেছি এমন একটি টিপস যার মাধ্যমে আপনারা আইডিএম থেকে সম্পূর্ণ ডাউনলোড স্পীড পেতে পারবেন। আশা করছি টিপস্‌টি আপনাদের কাজে আসবে।
প্রথমে আইডিএম এর option এ গিয়েconnection এ ক্লিক করুন।


IDM SPEED HACK connection type এ গিয়ে LAN 10MBS আর তারপরে defult max conn. number এ 16 দিয়ে OK করুন। ব্যাস খেল খতম।
আমার স্পিড ২০ KB এর মতো বেড়েছে । এটা সার্ভার আর CONNECTION এর উপর নির্ভরশীল । আমি 6.07 এ টেস্ট করেছি। এটা মুলত ফাইল টা কে ১৬ ভাগ করে ফেলে ডাউনলোড করে । তাই যে ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন তার সার্ভার স্পিড বেশি হলেই শুধু স্পিড বাড়বে।
Acquire the knowledge and share the knowledge so that knowing,learning then sharing - all are the collection