Graphics Designing > Graphics Designing

আপনার ছবিকে অনলাইনে ডিজাইন করুন আপনার মনে

(1/1)

bbasujon:
নিজের ছবিকে সুন্দর করে তুলতে কে না চায়? অনেকেই ফটোশপ ব্যবহার করেন, নিজের ছবিকে একটু বাড়তি রূপ দিতে। ফটোশপকে নিঃসন্দেহে ফটো এডিটিং সফটওয়্যারগুলোর কিং বলা যেতে পারে। কিন্তু অনেকের কাছেই ফটোশপ মানে বিরাট ঝামেলার ব্যাপার। তাই আজকাল অনলাইনে এমন অনেক সাইটই রয়েছে যেখান থেকে আপনি ফ্রিতে কোন ফটো এডিটিং নলেজ ছাড়াই ছবি সম্পাদনা করতে পারবেন।
তাই আপনাকে যাতে কষ্ট করে গুগলে সার্চ করে এসব সাইট খুঁতে না হয়, এজন্য আপনাদের জন্য আজ এমনই কিছু সাইট এর লিঙ্ক উপহার দিলাম। যেখান থেকে আপনি অনায়াসে আপনার যে কোন ছবিকে অন্য রূপ দিতে পারবেন। তাই এক্ষূনি লেগে পড়ুন কাজে। আর আপনার সাধের ছবিটিকে দিন অন্য রূপ।

ফটোভিসি
ফটো৫০৫
পিকারটিয়া
ফানিফটো
ফানফটোবক্স
রাইটনিট
লোনাপিক্স
জেপিজে
বিফাঙ্কি
ডাম্পার
ফটোক্রিব
ফটোটিরিক্স
হেয়ারমিক্সার
পিজ্যাপকম

Navigation

[0] Message Index

Go to full version