কেন জিডি করবেন :
মূল্যবান যে কোন জিনিস হারালে যেমন- সার্টিফিকেট, দলিল, লাইসেন্স, পাসপোর্ট, মূল্যবান রশিদ, চেকবই, এটিএম বা ক্রেডিট স্বর্ণালংকার, নগদ অর্থ ইত্যাদি। অথবা কোন প্রকার হুমকি পেলে বা হুমকির আশংকা থাকলে কিংবা কেউ নিখোঁজ হলেও জিডি করার সুযোগ রয়েছে। অর্থাৎ সাধারণত যেসব ক্ষেত্রে মামলা হয়না সেসব ক্ষেত্রেই থানায় জিডি করা যায়। জিডি করার কোন বাধ্যবাধকতা না থাকলেও নতুন করে হারানো কাগজ তুলতে হলেও জিডির কপির প্রয়োজন হয়।
জিডির নমুনা
তারিখঃ ..................
বরাবর
ভারপ্রাপ্ত কর্মকর্তা
....................থানা, ঢাকা।
বিষয় : সাধারণ ডায়েরী করার আবেদন।
জনাব,
আমি নিম্ন স্বাক্ষরকারীর নাম: .......................................
বয়স : ...............................................................
পিতা/স্বামী : ........................................................
ঠিকানা : .............................................................
এই মর্মে জানাচ্ছি যে আজ/গত .......................... তারিখ ................ সময় ................জায়গা থেকে আমার নিম্নবর্ণিত কাগজ/মালামাল হারিয়ে গেছে।
বর্ণনা : (যা হারিয়েছে)
বিষয়টি থানায় অবগতির জন্য সাধারণ ডায়েরীভুক্ত করার অনুরোধ করছি।
নিবেদক,
(আবেদনকরারীর স্বাক্ষর)
পুরো নাম :
ঠিকানা :
ফোন নম্বর :