Author Topic: Very easy to close your pc shut down in time!  (Read 6925 times)

bbasujon

  • Administrator
  • VIP Member
  • *****
  • Posts: 1826
  • I want to show my performance at any where
    • View Profile
    • Higher Education
Very easy to close your pc shut down in time!
« on: January 16, 2012, 10:16:34 AM »
সেটিংসটি করার জন্য নিচের ধাপগুলো লক্ষ্য করুন।

Desktop এর খালি যায়গায Right click করে New থেকে Shortcut click করুন।

Text box এ SHUTDOWN -s -t 30 টাইপ করে  Next>Finish click করুন।

Desktop এ দেখুন Shutdown.exe নামে একটি আইকন তৈরী হয়েছে।

আইকনটিতে ডাবল ক্লিক করে দেখুন System Shutdown নামে একটি Box দেখা যাচেছ এবং ৩০ সেকেন্ড হওয়ার সাথে সাথে আপনার কম্পিউটারটি Shutdown হয়ে যাবে।

উলেখ্য যে, আপনি ৩০ সেকেন্ড এর বেশি সময় নির্ধারন করতে চাইলে SHUTDOWN -s –t এর পরে আপনার প্রয়োজন অনুযায়ী টাইম সেট করতে পারবেন। যেমন 20 মিনিটের জন্য 1200 second টাইপ করে দিতে পারেন।

Restart করার জন্য SHUTDOWN -s -t 30 “s” এর পরিবর্তে “r” টাইপ করে দিলেই নির্দিষ্ট সময়ে পিসি Restart হবে।
Acquire the knowledge and share the knowledge so that knowing,learning then sharing - all are the collection