আমরা জানি যে ফেসবুকে স্ট্যাটস বা ম্যাসেজ বিনামূল্যে এসএমএস হিসাবে মোবাইলে পাওয়া যায়। এই সুবিধাটা ব্যবহার করে ফেসবুকের বন্ধুদেরকে বিনামূল্যে এসএমএস পাঠাতে পারেন। বাংলাদেশের প্রায় সকল অপারেটরই ফেসবুক সমর্থন করে। এজন্য ফেসবুকের ব্যবহারকারীদেরকে মোবাইল নোটিফিকেশন সক্রিয় করতে হবে। এরপরে বন্ধুদেরকে এসএমএস দিতে চাইলে ফেসবুকের ম্যাসেজে লিখলেই বন্ধুর মোবাইলে এসএমএস হিসাবে পৌছে যাবে। তবে এসএমএস এর ক্যারেক্টার ৫০ হলে ভাল হয়, কারণ সেন্ডারের নাম এবং আরো কিছু টেক্সট এসএমএস এর সাথে আসে।