Recent Posts

Pages: 1 [2] 3 4 ... 10
11
New Technology / এই ঘড়ি শুধু সময়ই বলে দেবে না
« Last post by sabuj on November 05, 2020, 12:34:31 PM »

এই ঘড়ি শুধু সময়ই বলে দেবে না


এই ঘড়ি শুধু সময়ই বলে দেবে না, রয়েছে বিস্ময়কর সব সুবিধা। এটি অ্যালার্ম ক্লক হিসেবে ব্যবহার হবে, রয়েছে থ্রি বিল্ট-ইন ইউভি-সি ল্যাম্প, যেটি আপনার ফোনকে জীবাণুমুক্ত করবে। ৯৯.৯ শতাংশ ব্যাকটেরিয়া, ভাইরাস ও জীবাণু ধ্বংস করবে ১০ মিনিটে। আছে একটি ওয়্যারলেস চার্জার। জীবাণুনাশক ঘড়িটির দাম ধরা হয়েছে ৭৯.৯৯ ডলার। 

Source: https://www.kalerkantho.com/print-edition/tech-everyday/2020/11/05/972584
12

ক্লাউড প্রযুক্তির ভিডিও কনফারেন্স আনল হুয়াওয়ে


হুয়াওয়ে সম্প্রতি বাংলাদেশসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলে ‘হুয়াওয়ে ক্লাউড মিটিং’ সুবিধা চালু করেছে। ডিভাইস ও ক্লাউডের অনন্য সমন্বয়ে তৈরি এই ভিডিও কনফারেন্স ব্যবস্থার মাধ্যমে বিশ্বের যেকোনো স্থান থেকে যেকোনো সময়ে সর্বোচ্চ এক হাজার জন পর্যন্ত অংশগ্রহণকারী একসঙ্গে যুক্ত হতে পারবেন। ডিভাইস-ক্লাউড সিনার্জি প্রযুক্তির সহায়তায় এ সলিউশনের মাধ্যমে যেকোনো কম্পিউটার, মোবাইল ফোন, ট্যাবলেট, মিটিং রুম টার্মিনাল এবং স্মার্ট টিভির মধ্যে ডাটা শেয়ার ও ট্রান্সফার করা যাবে।
13

দেশে এখন ১৬ কোটি ৭১ লাখ মোবাইল সংযোগ


এই করোনার মধ্যেও গত তিন মাসে দেশে মোট মোবাইল সংযোগ বেড়েছে। সোমবার প্রকাশিত বিটিআরসির সেপ্টেম্বর পর্যন্ত এক হিসাবে দেখা গেছে, দেশে মোবাইল সংযোগের সংখ্যা ১৬ কোটি ৭১ লাখ ৯ হাজার। আগস্ট মাসে এই সংখ্যা ছিল ১৬ কোটি ৬০ লাখ ২৮ হাজার, জুলাইতে ১৬ কোটি ৪২ লাখ ৮২ হাজার আর জুনে ছিল ১৬ কোটি ১২ লাখ ৯৫ হাজার। তবে সংখ্যাটা মে মাসের চেয়ে কয়েক লাখ কম। কেননা মে মাসে সংযোগ ছিল ১৬ কোটি ১৫ লাখ ৬ হাজার।


Source: https://www.kalerkantho.com/print-edition/tech-everyday/2020/11/04/972197
14

১৭৪ দেশকে হারিয়ে রোবটিকসে চ্যাম্পিয়ন বাংলাদেশ


যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা ফার্স্ট গ্লোবাল আয়োজিত আন্তর্জাতিক রোবটিকস প্রতিযোগিতায় বিশ্বের ১৭৪টি দেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের শিক্ষার্থীদের একটি দল। গত শনিবার রাতে অনলাইনে প্রতিযোগিতাটির সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

বিজয়ী দলের সদস্যরা হলো সুজয় মাহমুদ, রাজিন আলী, মাহি জারিফ, শাহরিয়ার সীমান্ত, আবরার জাওয়াদ, আয়মান রহমান, বিয়াঙ্কা হাসান, আরিবা নাওয়ার আনোয়ার, ফাইরুজ হাফিজ ফারিন ও জাহরা চৌধুরী। সবাই নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি রাজধানীর দ্য টেক একাডেমিতে রোবটিকস ও প্রোগ্রামিং শেখে তারা। 

পয়লা জুলাই থেকে শুরু হয়েছিল এবারের প্রতিযোগিতা। ১২ সপ্তাহব্যাপী এই আয়োজনে ছিল তিনটি ধাপ—টেকনিক্যাল চ্যালেঞ্জ, সোশ্যাল মিডিয়া চ্যালেঞ্জ ও প্রশ্নোত্তর পর্ব। তিন ধাপ মিলিয়ে বাংলাদেশের সংগ্রহ মোট ১১৭ পয়েন্ট। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী দেশ চিলি ও আলজেরিয়ার পয়েন্ট যথাক্রমে ১১৫ ও ১১২। 


২০১৭ সালে শুরু হওয়া আন্তর্জাতিক এই রোবটিকস প্রতিযোগিতায় প্রতিবছরই শতাধিক দেশ অংশ নেয়। মূলত অলিম্পিকের আদলে এই রোবটিকস প্রতিযোগিতাটি আয়োজিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশগুলো তাদের একটি করে প্রতিনিধিদল পাঠায়। তাই প্রতিযোগিতাটি হাইস্কুল পর্যায়ের রোবটিকস অলিম্পিক হিসেবেই পরিচিত।

বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতে আগ্রহী তরুণদের উদ্বুদ্ধ করতেই ফার্স্ট গ্লোবালের এই আয়োজন। বিশ্বের যেকোনো দেশের ১৪ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারে। প্রতিবছর ভিন্ন ভিন্ন দেশে প্রতিযোগিতার আসর বসলেও করোনা মহামারির কারণে পুরো প্রতিযোগিতাটি এবার অনলাইনে আয়োজিত হয়েছে।


Source: https://www.prothomalo.com/education/science-tech/%E0%A7%A7%E0%A7%AD%E0%A7%AA-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A6%95%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%AC%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%95%E0%A6%B8%E0%A7%87-%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6
15

অনুমোদন পেল প্রথম উড়ুক্কু গাড়ি


রাস্তায় জ্যামে বসে থাকতে থাকতে ক্লান্ত? উড়ুক্কু গাড়ির কথা মনে আসাই স্বাভাবিক। কিন্তু এত দিন কল্পনায় থাকা সেই উড়ুক্কু গাড়ি এখন বাস্তবে চলে এসেছে। নেদারল্যান্ডসের একটি প্রতিষ্ঠানের তৈরি উড়ুক্কু গাড়ি রাস্তায় চলার জন্য বৈধতা পেয়েছে। ‘পাল-ভি লিবার্টি’ নামের এই গাড়ি বিশ্বে প্রথম অনুমোদন পাওয়া উড়ুক্কু গাড়ি। এটি রাস্তায় সর্বোচ্চ ১৬০ কিলোমিটার পর্যন্ত গতি তুলতে পারে।

টাইমস নাউ এক প্রতিবেদনে জানিয়েছে, রাস্তায় চলাচলে ব্যবহারের জন্য উড়ুক্কু গাড়ির অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। নেদারল্যান্ডসভিত্তিক উড়ুক্কু গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান পাল-ভি এ গাড়ি তৈরি করেছে। ২০১২ সাল থেকে এ গাড়ির প্রকল্প নিয়ে কাজ করছিল পাল-ভি।

বিজ্ঞাপন

গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির জন্য বড় বাধা ছিল এ ধরনের গাড়ি চলাচলে রাস্তা বা আকাশপথের উপযোগী কোনো নির্দিষ্ট নীতিমালা না থাকা।

পাল-ভির প্রধান নির্বাহী কর্মকর্তা রবার্ট দিনগেমাংসি বলেন, উড়ুক্কু গাড়ির ক্ষেত্রে নীতিমালা তৈরির বিষয়টি বড়ই ধাঁধাপূর্ণ ছিল। এটি গাড়ি, নাকি উড়ুক্কু যানের নীতিমালা মানবে, তা ঠিক করা প্রয়োজন।

লিবার্টি মূলত দুই সিটের ত্রিচক্রযান। এটি রাস্তায় চলতে পারে আবার পাখা মেলে আকাশেও উড়তে পারে। তবে এ উড়ুক্কু গাড়ি চালাতে উড়োজাহাজ চালানোর লাইসেন্স প্রয়োজন পড়ে। এটি ঘণ্টায় ১২০ মাইল গতিতে উড়তে পারে। এক ট্যাংক ভর্তি জ্বালানি নিয়ে ৩১০ মাইল পর্যন্ত যেতে পারে। এতে থাকা প্রপেলারের কারণে এটি হেলিকপ্টারের মতোই কাজ করে। ল্যান্ডিংয়ের সময় প্রপেলার ভাঁজ হয়ে থাকে এবং এর লেজ রাস্তায় চলার উপযোগী হয়ে যায়।

রবার্ট দিনগেমাংসি বলেন, গাড়ি ও উড়ুক্কু যানের মিশেলে তৈরি হাইব্রিড এ যান গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র। এ ক্ষেত্রে পাল-ভি প্রথম হলেও আরও অনেক প্রতিষ্ঠান উঠে আসবে।

করোনা মহামারির কারণে এ ধরনের উড়ুক্কু যানের প্রতি মানুষের আগ্রহ ও চাহিদা বাড়তে দেখেছেন গবেষকেরা। এতে দুজন যাওয়া যায় বলে সংক্রমণের ঝুঁকি অনেক কম থাকে

শুরুতে ৯০টি গাড়ির সীমিত সংস্করণ ছাড়ছে পাল-ভি। এর দাম হতে পারে ৫ লাখ ৮৩ হাজার ৫১৫ মার্কিন ডলার।


Source: https://www.prothomalo.com/education/science-tech/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%A6%E0%A6%A8-%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B2-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A5%E0%A6%AE-%E0%A6%89%E0%A7%9C%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%95%E0%A7%81-%E0%A6%97%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BF
16
রোবটিক্স কোর্স চালু করেছে ড্যাফোডিল ইউনিভার্সিটি


রোবটিক্স বিষয়ের উপর দুইটি প্রফেশনাল কোর্স চালু করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ড্যাফোডিল রোবটিক্স ল্যাব।

কোর্স দুটি হচ্ছে হিউম্যানোইড রোবট ডেভলপমেন্ট ও রোবটিক্স প্রোসেস অটোমেশন ডিজাইন অ্যান্ড ডেভলপমেন্ট। কোর্স পরিচালনা করবেন ভারত, নেপাল ও শ্রীলংকার অভিজ্ঞ প্রশিক্ষকসহ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকবৃন্দ।


 
গতকাল বুধবার (২৮ অক্টোবর) এক ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে কোর্স দুটি চালুর ঘোষণা দেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. তৌহিদ ভূইয়া, ইউআইপাথ কমিউনিটি লিড শ্রীলংকার লাহিরু ফার্নান্দো, ইউআইপাথ বাংলাদেশ, শ্রীলংকা ও ইনডিয়ার সেলস ডিরেক্টর প্রিয়ম মন্ডল এবং ইউআইপাথ একাডেমিক অ্যালায়েন্স ইন্ডিয়ার প্রোগ্রাম ম্যানেজার বাসাভাদর্শন জিএন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. ইমরান মাহমুদের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী প্রধান কৌশিক সরকার এবং রোবটিক্স ল্যাবের সুপারভাইজার হাফিজুল ইমরান। উল্লেখ্য, সীমিত সংখ্যক আসনে কোর্স দুটিতে ভর্তি শুরু হয়েছে। ক্লাস শুরু হবে নভেম্বর, ২০২০ থেকে।

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. সবুর খান বলেন, যারা অলস, অকর্মন্য, প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজেদের পরিবর্তন ঘটাতে আগ্রহী নয়, নিজের মানসিকার পরিরর্তন ঘটাতে চায় না, অচিরেই তাদের জায়গা দখল করে নেবে রোবট। কোভিডের এই সময় ইউরোপের অনেক দেশে রোবটের ব্যবহার মারাত্মকভাবে বেড়ে গেছে। ভাবিষ্যতে এর ব্যবহার আরও বাড়বে। সুতরাং পৃথিবীতে টিকে থাকতে হলে রোবটের ব্যবহার জানা ছাড়া উপায় নেই।





17

হোয়াটসঅ্যাপে দিনে ১০ কোটি মেসেজ!


মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে এখন প্রতিদিন ১০ কোটি মেসেজ আদান-প্রদান হচ্ছে। আর এই তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। ফেসবুকের মালিকানাধীন অ্যাপটিতে গত ইংরেজি নববর্ষে প্রথম এতসংখ্যক মেসেজ আদান-প্রদান হয়েছিল। কিন্তু করোনাসংশ্লিষ্ট লকডাউনের কারণে মাইলফলকটি এখন নিয়মিত পার করছে হোয়াটসঅ্যাপ।

এই সমীক্ষায় দেখা গেছে, অক্টোবর পর্যন্ত হোয়াটসঅ্যাপের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ২০ কোটি। অন্যদিকে এই সময়ের মধ্যে ফেসবুকের মেসেঞ্জারের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিল ১৩ কোটি। গেল জানুয়ারিতেই অ্যানড্রয়েড ডিভাইসে ৫০ কোটি বার ডাউনলোড হয়েছে হোয়াটসঅ্যাপ।


সূত্র : নিউজ১৮
18
Mobile Phone / ভাঁজ করা ফোন আনছে এলজি
« Last post by sabuj on November 01, 2020, 01:07:13 PM »

ভাঁজ করা ফোন আনছে এলজি


প্রযুক্তি বিশ্বে এখনকার নতুন ট্রেন্ড হচ্ছে ভাঁজ করা ফোন। আগামী বছরের মার্চ মাস নাগাদ দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান এলজি নতুন একটি ভাঁজ করা স্মার্টফোন বাজারে ছাড়ার পরিকল্পনা করছে। কোরিয়ার শিল্পবিষয়ক অনলাইন দ্য ইলেক–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এলজির পক্ষ থেকে গত মাসে এক অনুষ্ঠানে নতুন ভাঁজ করা ফোনটি দেখানো হয়েছে।

দ্য ইলেক–এর প্রতিবেদনে বলা হয়েছে, এলজির ফোনটি তৈরি করা হচ্ছে ‘প্রজেক্ট বি’ কোডনাম দিয়ে। ফোনটিতে এমন ফিচার থাকবে যাতে ফোন পাশ থেকে ও পেছন থেকে ভাঁজ করে ফেলা যাবে।

এলজি এক্সপ্লোরার প্রকল্পের অধীনে এটি হবে দ্বিতীয় ভাঁজ করা ফোন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২১ সালের প্রথম প্রান্তিক অর্থাৎ, জানুয়ারি থেকে মার্চের মধ্যে পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন বাজারে ছাড়ার পরিকল্পনা করছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। নতুন এ স্মার্টফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭৫ চিপসেট ব্যবহার করা হতে পারে।

গত বছরে ইউরোপিয়ান ইউনিয়ন ইনটেলেকচুয়াল প্রপার্টি অফিসে ভাঁজ করা ফোনের ১০টি পেটেন্টের জন্য আবেদন করেছিল এলজি। এরপর থেকেই এলজির ভাঁজ করা স্মার্টফোন ঘিরে নানা গুঞ্জন ছড়িয়েছে। ট্রেডমার্ক অ্যাপ্লিকেশনে স্মার্টফোনের কোডনাম নিয়ে অবশ্য বিস্তারিত কিছু বলা হয়নি। যে নামগুলো তালিকাভুক্ত করা হয়েছিল সেগুলো হচ্ছে রোল, ডাবল রোল, ই–রোল, সিগনেচার আর, আর স্ক্রিন, আর ক্যানভাস, ডুয়াল রোল, রোল ক্যানভাস, বাই–রোল ও রোটলো।

ভাঁজ করা ডিভাইস বা প্রযুক্তি পণ্যের বাজারে এলজি একেবারে নতুন নয়। এর আগে ভাঁজ করা টিভি এনেছে প্রতিষ্ঠানটি। আগেই ভাঁজ করা ফোন সম্পর্কে নানা তথ্যও দিয়েছে।

এর আগে স্বচ্ছ ভাঁজ করা ডিভাইসের পেটেন্ট পেয়েছে প্রতিষ্ঠানটি। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ–এর তথ্য অনুযায়ী, এলজির কাছে স্বচ্ছ ফোল্ডেবল ডিসপ্লের পেটেন্ট রয়েছে। ২০১৫ সালে আবেদন করলেও গত বছর তার অনুমোদন পেয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি। এটি যুক্তরাষ্ট্রের ট্রেডমার্ক অ্যান্ড পেটেন্ট অফিস থেকে অনুমোদন পাওয়া।


Source: https://www.prothomalo.com/education/science-tech/%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%81%E0%A6%9C-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%AB%E0%A7%8B%E0%A6%A8-%E0%A6%86%E0%A6%A8%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%8F%E0%A6%B2%E0%A6%9C%E0%A6%BF
19

ভাঁজ করা ফাইভ–জি ফোন আনছে স্যামসাং


দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং ফোল্ডেবল বা ভাঁজ করা ফোনের নতুন আরেকটি মডেল বাজারে আনছে। নতুন মডেলটির নাম ডাব্লিউ ২১। এটি ফাইভ–জি নেটওয়ার্ক সমর্থন করবে। ৪ নভেম্বর চীনের বাজারে স্মার্টফোনটি উন্মোচন করবে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট মাইফিক্সগাইডের এক প্রতিবেদনে বলা হয়, চীনের বাজারে যে ভাঁজ করা ফোনটি আনা হচ্ছে তা মূলত ‘রিব্যান্ডিং’ বা পুনরায় ব্র্যান্ডিং করা ফোন। স্যামসাংয়ের ভাঁজ করা সুবিধাযুক্ত ফোন গ্যালাক্সি জেড ফোল্ড ২ মডেলটিকে চীনের বাজারের জন্য ভিন্ন নামে ছাড়া হচ্ছে।


চীনের সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ওয়েবুতে একজন ডিজিটাল ব্লগার নতুন স্মার্টফোনের পোস্টার শেয়ার করেছেন। তাতে দেখা গেছে, স্যামসাংয়ের আলোচিত গ্যালাক্সি জেড ফোল্ড ২ মডেলটিকেই রিব্যান্ডিং করা হচ্ছে। অবশ্য চীনের বাজারে ভাঁজ করা ফোন জনপ্রিয় করতে নকশায় ও রঙে কিছু পরিবর্তন আনছে প্রতিষ্ঠানটি। ফোনটির পেছনে খাড়া লাইনের নকশা করা হচ্ছে।

বাজার বিশ্লেষকেরা বলেন, চীনে সোনালি রঙের স্মার্টফোন ব্যাপক জনপ্রিয়। সে ভাবনা মাথায় রেখে স্যামসাং চীনের বাজারে শুধু সোনালি রঙের ভাঁজ করা ফাইভ–জি ফোন আনছে।

নতুন ফোনটিতে থাকছে দুটি অ্যামোলেড ডিসপ্লে। একটি ডিসপ্লে হকে ৭ দশমিক ৫৯ ইঞ্চি ও আরেকটি ডিসপ্লে ৬ দশমিক ২৩ ইঞ্চি মাপের। ফোনটির ওজন হবে ২৮৮ গ্রাম। এতে ব্যবহৃত হচ্ছে ৭ ন্যানোমিটার প্রযুক্তির কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ প্লাস প্রসেসর, ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। ফোনের পেছনে থাকছে তিন ক্যামেরা সেট আপ। ক্যামেরাগুলো ১২ ও ১০ মেগাপিক্সেলের।

ফোনটির সামনেও থাকবে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা। এর ব্যাটারি ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ার। ফোনটির পাশে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটির দাম সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।


Source: https://www.prothomalo.com/education/science-tech/%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%81%E0%A6%9C-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%87%E0%A6%AD%E0%A6%9C%E0%A6%BF-%E0%A6%AB%E0%A7%8B%E0%A6%A8-%E0%A6%86%E0%A6%A8%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%82
20

সাশ্রয়ী বেসিক সংযোগ আনল আকাশ ডিটিএইচ


টেলিভিশন দর্শকদের জন্য সাশ্রয়ী ‘আকাশ বেসিক’ সংযোগ নিয়ে এসেছে বেক্সিমকো কমিউনিকেশন্স। বিশেষভাবে তৈরি সেটটপ বক্সসহ এ নতুন সংযোগের দাম পড়বে ৩ হাজার ৯৯৯ টাকা। দেশের শহর ও গ্রামের সব শ্রেণির গ্রাহক যেন অপেলক্ষাকৃত কম খরচে আকাশ ডিটিএইচ সেবা পেতে পারে সে লক্ষ্যে এ নতুন সংযোগ আনা হয়েছে। আকাশের অন্যান্য সংযোগগুলোর মতো এ সংযোগেও সর্বোচ্চ মানের ছবি-শব্দসহ বিভিন্ন ফিচার নিশ্চিত করা হয়েছে।

আজ শুক্রবার এক অনলাইন অনুষ্ঠানে বেক্সিমকো কমিউনিকেশন্স এর সিইও ডিএস ফায়সাল হায়দার এ নতুন সংযোগের ঘোষণা দেন।

অনুষ্ঠানে বলা হয়, সব শ্রেণির মানুষের টিভি দেখার চাহিদা পূরণ করতে চায় আকাশ ডিটিএইচ। যতটুকু সম্ভব কম খরচে সর্বোচ্চ মানের ছবি ও শব্দসহ সর্বোচ্চ সংখ্যক চ্যানেল প্রদর্শন করাই দেশের একমাত্র বৈধ ডিটিএইচ সেবা প্রদানকারী ব্র্যান্ডটির লক্ষ্য। আকাশ বেসিক সংযোগের মাধ্যমে মানসম্পন্ন টিভি দেখার অভিজ্ঞতা পাবেন দর্শকরা যা দেশের বেশিরভাগ ক্যাবল অপারেটরদের নিম্নমানের সেবার মাধ্যমে সম্ভব নয়। আকাশ ডিটিএইচের রেগুলার সংযোগের মূল্য ৪ হাজার ৪৯৯ টাকা। আকাশ রেগুলার সংযোগের সবগুলো সুবিধা বেসিকেও থাকছে। এতে শুধুমাত্র ভিডিও রেকর্ডিং সুবিধা থাকছে না।

আকাশ বেসিক সংযোগে মাসিক ৩৯৯ টাকার প্যাকেজ সাবস্ক্রিপশনে ৪০টি এইচডি চ্যানেলসহ ১২০টির বেশি চ্যানেল এবং ২৪৯ টাকার প্যাকেজে ২০টি এইচডিসহ ৭০টির বেশি চ্যানেল দেখা যাবে। দেশের ৬৪টি জেলায় ৮ হাজারের বেশি অনুমোদিত খুচরা বিক্রয়কেন্দ্রে আকাশ ডিটিএইচ সংযোগ পাওয়া যাচ্ছে। এ ছাড়া বিদ্যমান গ্রাহকরা সম্ভাব্য নতুন গ্রাহকদের রেফার করলে ৫০ শতাংশ মাসিক সাবস্ক্রিপশন ফি ক্যাশব্যাক পাবেন।

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ থেকে ফিড নিয়ে গত বছরের মে মাসে সেবা প্রদান শুরু করে আকাশ ডিটিএইচ। নিরবিচ্ছিন্ন এবং মানসম্পন্ন টিভি দেখার অভিজ্ঞতার জন্য আকাশ অনন্য এবং এটি ইতিমধ্যে গ্রাহকদের বিপুল আস্থা অর্জন করেছে।

বেক্সিমকো কমিউনিকেশন্স’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডিএস ফায়সাল হায়দার বলেন, দেশে তথ্য ও বিনোদনের গুরুত্বপূর্ণ মাধ্যম টেলিভিশন। গ্রাহকদেরকে টিভি দেখার প্রকৃত ডিজিটাল স্বাদ ও অভিজ্ঞতা দিতে আমরা প্রতিশ্রম্নতিবদ্ধ। এরই অংশ হিসেবে বেসিক আকাশ সংযোগ আনা হয়েছে। শহর কিংবা গ্রাম-সব অঞ্চলেই এটি জনপ্রিয় হয়ে উঠবে।


Source: https://www.kalerkantho.com/online/info-tech/2020/10/23/968659
Pages: 1 [2] 3 4 ... 10