Daffodil Computers Ltd.

Networking, Internet, Wireless => Social Network => Topic started by: bbasujon on January 14, 2012, 07:49:19 PM

Title: Facebook reset your theme
Post by: bbasujon on January 14, 2012, 07:49:19 PM
আমরা সবাই জানি এবং সবাই মানি এখনকার সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট হল ফেসবুক। সামাজিক যোগাযোগের এই সাইটে সময় পেলে একবারের জন্য হলেও ঘুরে আসি প্রতিদিন। কিন্তু ফেসবুকের একই রকমের চেহারা দেখতে দেখতে প্রতিদিন আর ভালো লাগে না। অনেক ওয়েবসাইট আছে যেখানে আপনি অতি সহজে থিম পালটে ফেলতে পারেন। ফলে অনেক মজার মজার থিম ইচ্ছে করলেই পাল্টানো যায়। আমরা সবাই জানি ফেসবুকে তা করা যায় না। তাই খুঁজতে লাগলাম কি ভাবে ফেসবুকে এই কাজটা করা যায়। খুঁজতে খুঁজতে পেয়ে ও গেলাম । খুব মজা পেয়েছিলাম তখন। তাই ভাবলাম এই মজাটুকু আপনাদের সাথেও শেয়ার করি। আশা করি আপনারা ও এই মজাটুকু উপভোগ করবেন। আসা যাক কি ভাবে ফেসবুকে এটা করা যায়। আপনি ও পারবেন কঠিন কিছু নয়, খুব শহজ। প্রথমে এই লিংকে যান

http://www.chameleontom.com/ দেখবেন হাতের বাম পাশে লিখা আছে install plugin ডাউনলোড করুন। ডাউনলোড শেষে সেটাপ করুন। SKIP THIS STEP এ CLICK করুন। এরপর Done এবার Facebook Login Page আসবে । Login করুন । দেখতে পাবেন Facebook এ অনেক গুলো মজার মজার থিম দেয়া আছে। View তে ক্লিক করে আপনি থিমটার বড় ছবি দেখতে পাবেন। যে থিমটি আপনার ভালো লাগবে সেটিকে install করুন। ব্যাস আপনার কাজ শেষ। এখন ফেসবুকে দেখে আসুন কেমন লাগে। মনে রাখবেন Chameleon Tom toolbar টি বন্ধ করা যাবে না। আমি Mozilla Firefox এ ব্যবহার করেছি। Internet Explorer এ ডিস্টার্ব করে । আরেকটা কথা, অন্য কে‌উ আপনার প্রোফাইলে ঢুকলে থিম দেখতে পাবেনা শুধু আপনিই লগিন করেই আপনার Modified Facebook দেখতে পাবেন। এতটুকু করতে পারাটাও অনেক বড় ব্যপার, কি বলেন?