Daffodil Computers Ltd.

Computer Tips and Tricks => Attractive Solution for PC => Topic started by: bbasujon on January 10, 2012, 08:05:39 AM

Title: xp তে পাচওয়ার্ড ভুলে গেলে কি করবেন?
Post by: bbasujon on January 10, 2012, 08:05:39 AM
অনেক সময় আমরা নতুন করে  xp সেটাপ করলে নতুন দেয়া পাসওয়ার্ড ভুলে যায়।

এক্ষেত্রে অনেকের কাছে নতুন করে সেটাপ দেয়া ছাড়া  আর কোন উপায় থাকে না। যদি আপনি এরকম অবস্থায়

পরেন তাহলে ctrl এবং  Alt বাটন এক সাথে চেপে ধরে  Delete বাটনটি  দুইবার  চাপুন ।

তারপর যেটি আসবে সেখানে ইউচারে  administrator লিখে ok তে কিল্ক করুন ।

ব্যস কাজ শেষ, এবার আপনি administrator হিসেবে লগইন করেছেন। আপনার আগের ইউজারের

পাচওয়ার্ড পরিবর্তন করতে পারেন।