Daffodil Computers Ltd.

E-Health / Protect Your Health => E- Health For Child => Topic started by: bbasujon on January 11, 2012, 06:21:57 PM

Title: শিশুর বুদ্ধি জাগরণে মা-বাবা
Post by: bbasujon on January 11, 2012, 06:21:57 PM
প্রথম বছরে শিশুর মুখে বোল ফোটার শুরু। সন্তানের সাবলীল বাক্স্ফুটনে মা-বাবা ও শিশুর যত্নকারীর দায়িত্বই মুখ্য। বাচ্চার দেখভাল করার সময়ে তার সঙ্গে প্রচুর কথা বলতে হবে। তার বলে যাওয়া অনেক কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। তবেই শিশু স্বতঃস্ফূর্ত নিয়মে কথা বলতে শিখবে, ভাষা ও বাকশৈলীতে দখল নিতে পারবে।
তবে শিশুর সঙ্গে কথা বলার সময় কিছু বিষয় মেনে চলা ভালো—
১. শিশুর সঙ্গে সরাসরি প্রত্যক্ষভাবে কথা বলুন।
২. কথা বলার সময় কিছু নির্দিষ্ট শব্দ-বাক্য বারবার ব্যবহার করুন। এতে শিশু মূল শব্দ ধরে কথা বলার ধরন শিখে যায়। বাচ্চার নাম ধরে বারবার ডাকা, তেমনই এক গুরুত্বপূর্ণ শব্দ।
৩. শিশুর সামনে রয়েছে এমন কিছু নিয়ে তার সঙ্গে কথা বলুন। এতে তার কাছের জিনিসটি নিয়ে সে আকর্ষণ অনুভব করে, বারবার এ সম্পর্কে বলা হলে সে সংযোগমূলক শব্দ ব্যবহারের ধারণা পেয়ে যাবে।
৪. শিশু যে জিনিসটা দেখে খুব উৎফুল্ল হয়ে উঠেছে, তা নিয়েও তার সঙ্গে কথা বলুন। হয়তো সে এখনই তার প্রতিটি শব্দের মর্মার্থ বুঝবে না কিন্তু বারবার মূল শব্দ উচ্চারণ করাতে সে কোন বিষয়ে কথা হচ্ছে, তা অনুমান করে নেবে।
৫. শিশু কী কী বলতে চাচ্ছে, তার প্রতি মনোযোগী হোন। তাকে আরও কথা বলতে অনুপ্রাণিত করুন। কথা বলার সময় তার উচ্চারিত কোনো শব্দ ধরে ভুল শোধরানোর চেষ্টা করবেন না। সে শুদ্ধভাবে একই কথা দ্বিতীয়বার বলতে পছন্দ করে না। সে চায়, নতুন নতুন কিছু বলতে পারার আনন্দযজ্ঞে শামিল হতে।

প্রণব কুমার চৌধুরী
সহকারী অধ্যাপক, শিশুরোগ বিশেষজ্ঞ
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
সূত্র: দৈনিক প্রথম আলো, এপ্রিল ২০, ২০১১