Daffodil Computers Ltd.

Computer Tips and Tricks => Computer Tips & Tricks => Topic started by: bbasujon on March 25, 2013, 07:45:31 AM

Title: Font তৈরী করুন নিজেই
Post by: bbasujon on March 25, 2013, 07:45:31 AM
আমরা যারা বাংলা কম্পিউটিং করতে আগ্রহী তাদের কাছে ফ্রন্ট মুল বিষয় ।বাংলায় অনেক ফ্রন্ট বিনামূল্যে পাওয়া যায় তবে তা কি নিজের মতো কিংবা নিজে হাতের লেখার মতো হবে ? আমার মতো দেখতে যেমন কেউ নাই পৃথিবীতে তেমনি আমার হাতের লেখাও কারো সাথে মিলবে না ।যদি এমন হয় আমার হাতের লেখা অক্ষর গুলো কীবোর্ডের মাধ্যমে লেখা যায় তো মন্দ হতোনা।ফ্রন্ট তৈরী করার সফট টি আপনাকে সে সুযোগ করে দিবে ।http://www.ziddu.com/download/11008146/FontCreatorProv6.0build106GiovanniMoretti.rar.html কিলি্ক করে সফটি নামানো যাবে।আপনাকে প্রথমে কীবোর্ড লে-আউট তৈরী করতে হবে তারপর আপনার অক্ষর গুলো ডিজাইন করে সফটে ইনপুট করুন এবং মার্জিত ভাবে আপনার ডিজাইন করা অক্ষর গুলো আপনার কীবো্র্ড এর লে-আউট অনুসারে বসান আর যদি ইচ্ছে করেন আপনার হাতের লেখাগুলো scanner সাহায্য scan করে ইনপুট করতে পারেন কিংবা বিভিন্ন ছবি তৈরী করা সফট ও ব্যবহার করে আপনার অক্ষর গুলো ডিজাইন করতে পারেন।আপনার তৈরী ফ্রণ্ট বাংলা অক্ষর গুলো কে আরো সহজ ও সুন্দর করবে ।সফটটি কী জন্য এখানে কিল্কি করুন।