Daffodil Computers Ltd.

Computer Tips and Tricks => Computer Tips & Tricks => Topic started by: bbasujon on March 25, 2013, 07:41:49 AM

Title: ডিস্ক ডিফ্রাগমেন্ট করুন নিয়মিত
Post by: bbasujon on March 25, 2013, 07:41:49 AM
পিসিতে প্রচুর পরিমাণে ফাইল থাকে, যা কাজের কারণে পিসিকে প্রচুর পরিমাণ ফাইল প্রসেস করতে হয়। প্রসেসের মাঝে ফাইলগুলো অনেক ভাগে বিভক্ত হয়ে যায়। এর ভগ্নাংশ ফাইলগুলো অগোছালো হয়ে যায়। এই অগোছালো ফাইলগুলো পিসির গতি রোধ করে দেয়। ভগ্নাংশ ফাইলগুলো খুঁজে বের করার জন্য আবার জোড়া লাগিয়ে দেয়ার জন্য উইন্ডোজে আছে উইন্ডোজ ডিস্ক ডিফ্রাগমেন্টার। আপনার উইন্ডোজে উইন্ডোজ ডিস্ক ডিফ্রাগমেন্টার খুঁজে পাওয়ার জন্য যান start>All Program>Accessories>System Tools এই প্যাথে।
উইন্ডোজ ডিস্ক ডিফ্রাগমেন্টার থাকার পরও ডিস্ক ডিফ্রাগমেন্টার হিসেবে Defraggler নামক সফটওয়্যারটি ব্যবহার করা ভালো। Defraggler ডাউনলোড করার জন্য এই লিঙ্কে যান : http://www.filehippo.com/download_defraggler