Daffodil Computers Ltd.

Computer Tips and Tricks => Computer Tips & Tricks => Topic started by: bbasujon on February 15, 2012, 07:28:40 AM

Title: If ur pen drive do not formate easily
Post by: bbasujon on February 15, 2012, 07:28:40 AM
অনেক সময়, পিসিতে ভাইরাসের কারনে, পেনড্রাইভ ফরমেট হয় না। এমতবস্থায় আপনার পেনড্রাইভ নিন্মলিখিত উপায়ে ফরমেট দিতে পারেন।
# Start থেকে Control Panel-এ গিয়ে Administrative Tools এ প্রবেশ করুন।
#অতঃপর Computer Management এ ডাবল ক্লিক করুন।
# এখন বাম পাশের Disk Management এ ক্লিক করলে ডান পাশে পেনড্রাইভসহ সকল ড্রাইভের লিস্ট পাবেন উপরের ছবির মত।
এখানে পেনড্রাইভের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে ফরমেট সিলেক্ট করে ফরমেট করুন। আশা করি আপনার পেনড্রাইভ ফরমেট হয়ে যাবে।